নিজের হাতেই দূর্গাপুজো করতেন, পল্টুর কণ্ঠে আর চণ্ডীপাঠ শুনতে পাবে না কীর্ণাহার

Sep 01, 2020, 00:41 AM IST
1/5

১৯৩৫ সালের ১১ ডিসেম্বরে জন্ম হয় প্রণব মুখোপাধ্যায়ের। বীরভূম জেলার কীর্ণাহারের অদূরের মিরিটি গ্রামে। বাবা কামদাকিঙ্কর ছিলেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং কংগ্রেস নেতা। মা রাজলক্ষ্মী মুখোপাধ্যায়।    

2/5

কীর্ণাহার শিবচন্দ্র উচ্চবিদ্যালয় থেকে পড়াশোনা করেন। সিউড়ি বিদ্যাসাগর কলেজে স্নাতক। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্স এবং ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।   

3/5

প্রতিবছর যত কাজই থাকুক পুজোর সময় নিজেই দুর্গাপুজো করতেন প্রাক্তন রাষ্ট্রপতি। করতেন চণ্ডীপাঠও। পল্টু নামেই গ্রামের সকলের কাছে পরিচিত তিনি। ঘরের ছেলের মৃত্যুর খবরে শোকাহত কীর্ণাহারের মিরিটি। 

4/5

ঘরের ছেলের অসুস্থতার খবরেই মন খারাপ হয়েছিল কীর্ণাহারে। আর আজ তাঁর মৃত্যুর খবরে নেমেছে শোকের ছায়া। একই অবস্থা প্রণব মুখোপাধ্যায়ের দিদির বাড়ি কীর্ণাহারের পরোটা গ্রামেও। দিদির কাছেই মানুষ হয়েছিলেন তিনি। 

5/5

গ্রামের বাসিন্দারা বলছেন, সকলের সঙ্গেই সখ্যতা ছিল তাঁর। গ্রামের প্রত্যেকের অভাব অভিযোগ শুনতে তিনি। বিপদে আপদে পাশে পেতেন তাঁকে। সবমিলিয়ে ঘরের ছেলের চলে যাওয়ায় শোকের ছায়া নেমেছে গোটা গ্রামে।