নিজস্ব প্রতিবেদন: আরএসএস-এর সমাবর্তনে যোগদান বিতর্কে প্রথমবার মুখ খুললেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। প্রায় ১ সপ্তাহের মৌনতার পর প্রণব জানালেন যা বলার বলব নাগপুরেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার একটি সংবাদপত্রে প্রকাশিত খবর অনুসারে প্রণববাবু জানিয়েছেন, যা বলার আমি নাগপুরেই বলব। এব্যাপারে আমাকে বহু মানুষ চিঠি লিখেছেন। বন্ধুদের ফোনও পেয়েছি। কিন্তু কারও প্রশ্নেরই জবাব দিইনি। ৭ জুন সবাই জবাব পাবেন। 


আন্তর্জাতিক সীমান্তে অস্ত্রবিরতি ভেঙে গুলি চালাল পাক, শহিদ ২ বিএসএফ আধিকারিক


৭জুন নাগপুরে আরএসএসের সদর দফতরে সংগঠনের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। গত সপ্তাহে এই খবর প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়। প্রণববাবু আমন্ত্রণ গ্রহণ করেছেন জেনে তাঁর সিদ্ধান্তের সমালোচনা করেন অনেকে। চিঠি লিখে প্রণববাবুকে ওই অনুষ্ঠানে না যেতে অনুরোধ করেন কংগ্রেসের বেশ কয়েকজন নেতা। সেই তালিকায় রয়েছে প্রাক্তন মন্ত্রী জয়রাম রমেশের নামও। যদিও এনিয়ে এত দিন কোনও কথা বলেননি প্রণববাবু।