পেঁয়াজের দামের ঝাঁঝ কমাতে উদ্যোগি কেন্দ্র ও রাজ্য

পেঁয়াজের দামে লাগাম পড়াতে আলাদাভাবে উদ্যোগ নিল কেন্দ্র ও রাজ্য। দিল্লির তরফে রাশ টানা হয়েছে পেঁয়াজের রফতানিতে। পাকিস্তান ও ইরান থেকে অবিলম্বে পেঁয়াজ আমদানির নির্দেশ দেওয়া হয়েছে ন্যাফেডকে। কলকাতায় ছটি জায়গায় ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের কৃষি বিপণন দফতর। কর্ণাটক থেকেও বাড়তি পেঁয়াজ আনার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

Updated By: Aug 15, 2013, 10:07 AM IST

পেঁয়াজের দামে লাগাম পড়াতে আলাদাভাবে উদ্যোগ নিল কেন্দ্র ও রাজ্য। দিল্লির তরফে রাশ টানা হয়েছে পেঁয়াজের রফতানিতে। পাকিস্তান ও ইরান থেকে অবিলম্বে পেঁয়াজ আমদানির নির্দেশ দেওয়া হয়েছে ন্যাফেডকে। কলকাতায় ছটি জায়গায় ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের কৃষি বিপণন দফতর। কর্ণাটক থেকেও বাড়তি পেঁয়াজ আনার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
দেশজুড়ে হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। কলকাতায় পেঁয়াজ ৬০ থেকে ৭০র টাকা কেজি। দিল্লিতে তা বিকোচ্ছে ৮০ টাকা দরে। তাই এখন আর পেঁয়াজের ঝাঁঝে নয় আকাশছোঁয়া দামে চোখে জল আসছে ক্রেতাদের। সমস্যায় বিক্রেতারাও।
 
কিন্তু কেন বাড়ছে পেঁয়াজের দাম? খরার কারণে নাসিকে উৎপাদন কম হয়েছে। ফলে চাহিদা মতো যোগান না থাকায় চড়ছে পেঁয়াজের দাম।
 
কোথাও কোথাও আবার অতি বৃষ্টির কারণে পেঁয়াজ আনা নেওয়ায় সমস্যা হচ্ছে।
 
সব মিলিয়ে যার প্রভাব পড়েছে রোজকার বাজার দরে।
 
লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। এবারে তাই নড়ে চড়ে বসেছে সরকার। 
 
পেঁয়াজের বিদেশে চলে যাওয়া ঠেকাতে তাই নূন্যতম রফতানি মূল্য অনেকটাই বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। পাশাপাশি পাকিস্তান ও ইরান থেকে অবিলম্বে বাড়তি পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দুই দেশ থেকে কম দামে বাড়তি পেঁয়াজ আনতে নির্দেশ দেওয়া হয়েছে ন্যাফেডকে।
 
পেঁয়াজ দামে লাগাম পড়াতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারও। বুধবার এনিয়ে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই কৃষি বিপণন দফতর কলকাতার ছটি জায়গায় ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে। দোকানের সংখ্যা পরে আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন কৃষি বিপণনমন্ত্রী অরূপ রায়। বিভিন্ন জেলাতেও ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ পাওয়া যাবে বলে জানান তিনি। অবিলম্বে পেঁয়াজ আনার ব্যবস্থা করতে কৃষি বিপণন দফতরের দুই আধিকারিককে কর্ণাটক পাঠানোরও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
 

.