নিজস্ব প্রতিবেদন: লাদাখের উত্তেজনা এখনও কমেনি। এরকম এক অবস্থায় জরুরি ভিত্তিতে  ফ্রান্স থেকে আনা রয়েছে ৪টি রাফাল যুদ্ধবিমান। এরপর ভারতীয় সেনাকে আরও শক্তিশালী করতে ৮,৭২২.৩৮ কোটি টাকার সামরিক সরঞ্জাম কিনছে কেন্দ্র। মঙ্গলবার এই মর্মে সবুজ সংকেত দিয়ে দিয়েছে ডিফেন্স অ্যাক্যুইজেশন কাউন্সিল বা ডিএসি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-তৃতীয় পর্বের ট্রায়াল ছাড়াই বিশ্বের প্রথম ভ্যাকসিন! প্রশ্নের মুখে রাশিয়ার "স্পুটনিক V"


এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্ব বৈঠকে বসে ডিএসি। সেই বৈঠকে ওই বিপুল টাকার সামরিক সরঞ্জাম কেনার ব্যাপারে সম্মতি মেলে। ওইসব সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে ১০৬টি বেসিক ট্রেনার এয়ারক্রাফট। 


সম্প্রতি একটি বেসিক ট্রেনার এয়ারক্রাফট তৈরি করেছে হিন্দুস্থান অ্যারোনেটিক্স লিমিটেড-হ্যাল। ওই ১০৬টি বেসিক এয়ারক্রাফট হ্যাল থেকেই কেনার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আপাতত ৭০টি এয়ারক্রাফট কেনা হবে। পরে নেওয়া হবে আরও ৩৬ এয়ারক্রাফট।


ভারতীয় নৌসেনার জন্য কেনা হচ্ছে সুপার র্যাপিড গান মাউন্ট। ওই অস্ত্র কেনা হবে ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড থেকে। নৌসেনার কামানে ওই যন্ত্র বসালে তা শত্রু বিমান ও মিসাইলকে আরও নিখ্ঁত নিশানায় আঘাত হানতে সফল হবে। এছাড়াও রয়েছে আরও কিছু অস্ত্র।


আরও পড়ুন-দিলীপ সহ ১ হাজার বিজেপি নেতা-কর্মীর বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনে মামলা


উল্লেখ্য, একদিন আগেই প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা করেন, ১০১টি প্রতিরক্ষা সরঞ্জাম আমদানির ওপরে নিষেধাজ্ঞা জারি করছে কেন্দ্র। এতে আত্মনির্ভর হবে ভারত। ওই ঘোষণার কথা মাথায় রেখে বিপুল ওই অস্ত্রের অনেকটাই কেনা হচ্ছে দেশের কোম্পানিগুলি থেকে।