পেনশন ফাণ্ডে বিদেশি লগ্নির কেন্দ্রীয় সিদ্ধান্তে বিতর্ক

পেনশন ফাণ্ডে ২৬ শতাংশ বিদেশি লগ্নির সরকারি সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করল পেনশনারস অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে সর্বশক্তি দিয়ে মনমোহন সরকারের এই পদক্ষেপের বিরোধিতা করার কথা জানান হয়েছে অ্যাসোসিয়েশনের তরফে।

Updated By: Nov 16, 2011, 08:10 PM IST

পেনশন ফাণ্ডে ২৬ শতাংশ বিদেশি লগ্নির সরকারি সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করল পেনশনারস অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে সর্বশক্তি দিয়ে মনমোহন সরকারের এই পদক্ষেপের বিরোধিতা করার কথা জানান হয়েছে অ্যাসোসিয়েশনের তরফে।
কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, পেনশন ফাণ্ডে ২৬ শতাংশ বিদেশি লগ্নিতে ছাড়পত্র দেওয়ার। সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনেই এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য একটি বিল পেশ করা হবে। পেনশনারস অ্যাসোসিয়েশনের অভিযোগ, এর ফলে গোটা পেনশন ব্যবস্থাই মুখ থুবড়ে পড়বে। অবসরপ্রাপ্ত মানুষদের শেষ সম্বলটুকুও কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। বামেদের বাধায় প্রথম ইউপিএ সরকার এই কাজ করতে পারেনি। কিন্তু এবার বিজেপি এবং তৃণমূলকে পাশে নিয়ে এই কাজ করছে সরকার। এর প্রতিবাদে ২৫ নভেম্বর সংসদ অভিযানেরও ডাক দেওয়া হয়েছে।

.