পাক শিল্পীদের বাদ না দিলে নিজেদের স্টাইলে ব্যবস্থা, মিউজিক কোম্পানিগুলিকে হুমকি এমএনএসের

উরি হামলার পরও পাক শিল্পীদের বালিউডে কাজ করার বিরুদ্ধে সরব হয়েছিল এমএনএস

Updated By: Feb 17, 2019, 01:33 PM IST
পাক শিল্পীদের বাদ না দিলে নিজেদের স্টাইলে ব্যবস্থা, মিউজিক কোম্পানিগুলিকে হুমকি এমএনএসের

নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামা জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে এবার হুমকির মুখে বলিউডে কর্মরত পাক শিল্পীরা। মুম্বইয়ের বেশ কয়েকটি গানের রেকর্ড কোম্পানিতে গিয়ে সরাসরি হুমকি দিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। বাদ দিতে হবে পাকিস্তানি শিল্পীদের।

আরও পড়ুন-পুলওয়ামায় বারবার সতর্ক করা সত্ত্বেও কনভয়ের সামনে থেকে সরেনি একটি লাল ভ্যান, দাবি প্রত্যক্ষদর্শীর

শনিবার এমএনএস এর চলচ্চিত্র শাখার প্রধান অময় খোপকর সংবাদমাধ্যমে জানান, সোনি, সি সিরিজ, ভেনাস, টিপস-এর মতো কিছু মিউজিক কোম্পানির সঙ্গে আমা কথা বলেছি। এদের উচিত এক্ষুনি পাক শিল্পীদের নিয়ে কাজ করা বন্ধ করা। তা না করলে আমরা আমাদের স্টাইলে ব্যবস্থা নেব।

উল্লেখ্য, উরি হামলার পরও পাক শিল্পীদের বালিউডে কাজ করার বিরুদ্ধে সরব হয়েছিল এমএনএস। সেসময় মুক্তির অপেক্ষায় ছিল ফাওয়াদ খান অভিনীত অ্যায় দিল হ্যায় মুসকিল ও মাহিরা খান অভিনীত রইশ। ছবি দুটিকে হলে আনতে যথেষ্ট বেগ পেতে হয় প্রযোজকদের।

আরও পড়ুন-পুলওয়ামা হামলার জের, কাশ্মীরে ৫ বিচ্ছিন্নতাবাদী নেতার সরকারি নিরাপত্তা তুলে নিল প্রশাসন

সম্প্রতি টি সিরিজ কয়েকটি গাইয়েছে পাক শিল্পী আতিফ আসলাম ও রাহাত ফতে আলি খানের সঙ্গে। খোপকরের দাবি, এমএনএসের হুমকির পর তারা ওইসব গান ইউটিউব থেকে তুলে নিয়েছে।  

.