একসঙ্গে পাঁচ শিশুর জন্ম হল মনিপুরের হাসপাতালে

একসঙ্গে পাঁচটি শিশুর জন্ম দিলেন মনিপুরের এক মা। গর্ভাবস্থার মাত্র ২৮ সপ্তাহের মাথায় প্রসব করেন ৩৫ বছরের ওইনম গীতা। সোমবার সন্ধেবেলা ফুটফুটে চার শিশুকন্যা ও এক শিশুপুত্রের জন্ম দেন তিনি।  

Updated By: Sep 23, 2014, 02:27 PM IST
একসঙ্গে পাঁচ শিশুর জন্ম হল মনিপুরের হাসপাতালে

ওয়েব ডেস্ক: একসঙ্গে পাঁচটি শিশুর জন্ম দিলেন মনিপুরের এক মা। গর্ভাবস্থার মাত্র ২৮ সপ্তাহের মাথায় প্রসব করেন ৩৫ বছরের ওইনম গীতা। সোমবার সন্ধেবেলা ফুটফুটে চার শিশুকন্যা ও এক শিশুপুত্রের জন্ম দেন তিনি।  

রিজিওনাল ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে জন্ম হয় শিশুগুলির। পাঁচজনেরই ওজন ৮০০ থেকে ৯০০ গ্রামের মধ্যে। মা ও সন্তানেরা সকলেই সুস্থ। ইনকিউবিটরে রাখা হয়েছে শিশুদের। গত বছর ডিসেম্বর মাসে মধ্যপ্রদেশের সাতনা জেলায় একসঙ্গে ১০টি সন্তানের জন্ম দেন ৩৮ বছরের অঞ্জু কুশওয়ালা। তবে কাউকেই বাঁচানো যায়নি সেইবার। মনিপুরের হাসপাতালে শিশুদের বাঁচিয়ে রাখার চেষ্টা চালাচ্ছেন চিকিত্‍সকরা।

 

 

.