যৌন ব্যবসা চালানোর অভিযোগে বেঙ্গালুরুতে গ্রেফতার পশ্চিমবঙ্গের ৫

চাকরী দেওয়ার নামে এরাজ্যের মেয়েদের যৌন ব্যবসায় নামানোর অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল বেঙ্গালুরু পুলিস। ধৃতরা প্রত্যেকেই কলকাতার বাসিন্দা বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা রুজু করা হয়েছে।

Updated By: Jun 15, 2016, 04:34 PM IST
যৌন ব্যবসা চালানোর অভিযোগে বেঙ্গালুরুতে গ্রেফতার পশ্চিমবঙ্গের ৫

ওয়েব ডেস্ক : চাকরী দেওয়ার নামে এরাজ্যের মেয়েদের যৌন ব্যবসায় নামানোর অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল বেঙ্গালুরু পুলিস। ধৃতরা প্রত্যেকেই কলকাতার বাসিন্দা বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা রুজু করা হয়েছে।

পুলিস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই সাদ্দাম সরদার, বিলকিস গাজি সহ মোট ৫ জনের ওই দলটি কাজ করতো কলকাতা ও সংলগ্ন এলাকায়। সেখানে খোঁজ নিয়ে গরীব ঘরের মেয়েদের চাকরী দেওয়ার নাম করে তারা বেঙ্গালুরুতে নিয়ে যেত। সেখানে তাঁদের বিক্রি করে দেওয়া হত যৌনপল্লীতে।

খবর পেয়ে গত কয়েকদিন ধরেই খোঁজ নিয়ে অবশেষে সাদ্দাম সরদার সহ তিনজনকে ১০ জুন গ্রেফতার করে পুলিস। তাদের জেরা করে আজ বাকি দু'জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোবাইল ফোন ও নগদ টাকা।

.