বিদ্যুত্‍-এর খেলায় `হাত পুড়ল` অখিলেশের

শেষ পর্যন্ত পিছু হটলেন অখিলেশ যাদব। চব্বিশ ঘণ্টা বিদ্যুৎ সরবারহ ফিরে এল রায়বেরেলি-আমেঠিতে। কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী ও তাঁর পুত্র রাহুল গান্ধীর নির্বাচনী কেন্দ্রে বৃহস্পতিবার ২৪x৭ বিদ্যুৎ সরবারহের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ বন্ধের সিদ্ধান্ত নেয় উত্তরপ্রদেশ সরকার।

Updated By: Apr 13, 2013, 06:28 PM IST

শেষ পর্যন্ত পিছু হটলেন অখিলেশ যাদব। চব্বিশ ঘণ্টা বিদ্যুৎ সরবারহ ফিরে এল রায়বেরেলি-আমেঠিতে। কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী ও তাঁর পুত্র রাহুল গান্ধীর নির্বাচনী কেন্দ্রে বৃহস্পতিবার ২৪x৭ বিদ্যুৎ সরবারহের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ বন্ধের সিদ্ধান্ত নেয় উত্তরপ্রদেশ সরকার।
কেন্দ্রের ইউপিএ সরকারের উপর চাপের খেলা আরও একটু বাড়িয়ে দিতে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে অনুমান করেছিল রাজনৈতিক মহল।
রাজনৈতিক অভিসন্ধির জেরে মুলায়ম পুত্রের এই সিদ্ধান্ত ঘিরে বৃহস্পতিবারই সারা দেশের রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় ওঠে। ঘরে বাইরে প্রবল সমালোচনার মুখে পড়েন মুলায়ম পুত্র। তারপর গতকাল অবস্থান বদল করে এই দুই ভি ভি আই পি লোকসভা কেন্দ্রে ফের অবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহের নির্দেশ দেওয়া হয়।

যদিও প্রাথমিকভাবে উত্তর প্রদেশ পাওয়ার কর্পোরেশনের (ইউপিপিসিএল) পক্ষ থেকে জানানো হয়েছিল বৃহস্পতিবার আমঠি ও রায়বেড়েলিতে বিদ্যুতের ঘাটতির কারণে পরিষেবায় ছেদ আনা হয়েছিল কিন্তু আজ নিজেদের অবস্থান থেকে সরে এসে ইউপিপিসিএল জানিয়েছে এই ঘটনা নিয়মমাফিক কিছু কাজের জন্য বিদ্যুত্‍ সরবরাহ বন্ধ করা হয়েছিল (টেকনিক্যাল ভাষায় যাকে বলা হয়েছে `রুটিন অ্যাডজাসমেন্ট`)।

.