আদিবাসী সমস্যা সমাধানে তাঁদের থেকেই পরামর্শ নিলেন রাহুল গান্ধী
আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে বদ্ধপরিকর ইউপিএ সরকার। এই বার্তা নিয়েই আজ ঝাড়খণ্ডে আদিবাসী মহিলাদের সঙ্গে এক বিশেষ আলোচনাসভায় যোগ দেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। তাঁদের সমস্যা-অভাব-অভিযোগের কথা শোনেন তিনি।
আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে বদ্ধপরিকর ইউপিএ সরকার। এই বার্তা নিয়েই আজ ঝাড়খণ্ডে আদিবাসী মহিলাদের সঙ্গে এক বিশেষ আলোচনাসভায় যোগ দেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। তাঁদের সমস্যা-অভাব-অভিযোগের কথা শোনেন তিনি।
শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে অনুন্নয়নের অভিযোগে সরব হন আদিবাসী মহিলারা। কীভাবে ওই সব সমস্যার সমাধান করা যায়, এ সম্পর্কে তাঁদের কাছ থেকেই পরামর্শ নেন কংগ্রেস সহ-সভাপতি। আদিবাসীদের উন্নয়নে ইউপিএ সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, তারও বিস্তারিত ব্যাখা দেন রাহুল গান্ধী। রাজনৈতিক মহলের মত, লোকসভা ভোটের আগে ঝাড়খণ্ডে দলের সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যেই রাহুল গান্ধীর এই সফর।