এই সরকার 'স্যুট-বুট কি সরকার': রাহুল গান্ধী

ছুটি কাটিয়ে ফিরে এসে, লোকসভায় জমি অধিগ্রহণ বিলের বিরুদ্ধে সোচ্চার হলেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী।

Updated By: Apr 20, 2015, 06:12 PM IST
 এই সরকার 'স্যুট-বুট কি সরকার': রাহুল গান্ধী

ওয়েব ডেস্ক: ছুটি কাটিয়ে ফিরে এসে, লোকসভায় জমি অধিগ্রহণ বিলের বিরুদ্ধে সোচ্চার হলেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী।

গত বছর মে মাসে লোকসভা নির্বাচনের পর এই প্রথম সংসদে বক্তব্য পেশ করলেন সোনিয়া পুত্র।

রাহুলের বক্তব্য---

# প্রধানমন্ত্রী কেন নিজে গিয়ে দেখে আসছেন না ঠিক কত খানি জমি ক্ষতিগ্রস্থ হবে?

# রাজ্য সরকারগুলির সঙ্গে ভিডিও কনফারেন্সে কেন্দ্র বলে ক্ষতিগ্রস্থ জমির পরিমাণ ৮০ হেক্টর।

# প্রাথমিকভাবে বলা হয়েছিল ক্ষতিগ্রস্থ জমির পরিমাণ ১৮০ লক্ষ হেক্টর। তারপর বলায় ১০৬ হেক্টর।

# অকাল বৃষ্টিতে কত জমি ক্ষতিগ্রস্থ হয়েছে? কে সঠিক জবাবটা দেবেন কৃষিমন্ত্রী নাকি প্রধানমন্ত্রী স্বয়ং?

# এমএসপি যেখানে ছিল সেখানেই রয়ে গেছে। কৃষিতে বৃদ্ধি ঘটেছে মাত্র ১%।

# প্রধানমন্ত্রী কথা দিয়েছেন কৃষকদের দেখভালের দায়িত্ব তিনি নেবেন। যেখানে দেশের ভিত্তিটাই কৃষি সেখানে কীভাবে কৃষকদের দেখভাল করবেন সে বিষয়ে সাফ জানান।

# 'আচ্ছে দিন'-এর সরকার কৃষিতে বিন্দুমাত্র উন্নতি আনতে ব্যার্থ।

# এই সরকারের আমলে বৃদ্ধি হয়েছে মাত্র ৫%।

#আমাদের আমলে কৃষিতে গড়ে বার্ষিক ২০% বৃদ্ধি হত।

দলের সুরে সুর মিলিয়েই কংগ্রেস সহসভাপতি মোদী সরকারের জমি অধিগ্রহণ বিলকে কৃষক বিরোধী বলেছেন।

এই বিল পাস করানোর জন্য 'পিছনের দরজা' অবলম্বন করেছে কেন্দ্র সরকার। অভিযোগ কংগ্রেসের।

 

 

.