আরএসএস নেতা খুনের নিন্দা করলেন রাহুল গান্ধী

Updated By: Oct 18, 2017, 05:15 PM IST
আরএসএস নেতা খুনের নিন্দা করলেন রাহুল গান্ধী

নিজস্ব প্রতিবেদন: পঞ্জাবে আরএসএস নেতার খুনের নিন্দা করলেন রাহুল গান্ধী। তাঁর কথায়, দোষীকে খুঁজে বের করতে হবে। 

মঙ্গলবার পঞ্জাবের লুধিয়ানায় প্রবীণ আরএসএস নেতা রবীন্দ্র গোসাঁইকে তাঁর বাড়িতেই খুন করে আততায়ীরা। গোসাঁইয়ের ছেলে দীপক কুমার জানান, দুই অজ্ঞাত পরিচয় যুবক বাইকে করে এসেছিল। তাঁর বাবাকে বাড়ির বাইরে ডাকে তারা। মাথায় ও বুকে গুলি চালিয়ে পালায়। ঘটনার সময় আরএসএস-এর পোশাকেই ছিলেন গোসাঁই।   

কংগ্রেসের রাজ্যে আরএসএস নেতা খুনের ঘটনায় প্রতিহিংসার রাজনীতির অভিযোগ করেছে বিজেপি। গুজরাট ভোটের আগে বিষয়টি হাতিয়ার করতে পারে গেরুয়া শিবির, তা আঁচ করেই রাহুল টুইট করেছেন, ''আমি আরএসএস নেতার হত্যার তীব্র নিন্দা করছি। হিংসা বরদাস্ত করা হবে না। দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।''

 

দিন কয়েক আগেই আরএসএস-কে নিয়ে রাহুলের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল। কংগ্রেস সহ-সভাপতি মন্তব্য করেছিলেন, সঙ্ঘের শাখায় শর্টস পরিহিত মহিলাকে কোনওদিন দেখেননি তিনি। মহিলারা কী দোষ করেছেন? ওই মন্তব্যের পর রাহুলের কাছে ক্ষমাপ্রার্থনার দাবি করেছিল সঙ্ঘ নেতৃত্ব।

আরও পড়ুন,ইন্টারনেটে হিট বিজেপির 'মওকা মওকা'

.