জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজীব গান্ধীর জন্মদিনে কংগ্রেসনেতা তথা রাজীবপুত্র রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলি তাঁর বাবা রাজীব গান্ধীর তোলা। সম্প্রতি বাইকে করে লাদাখ গিয়েছেন রাহুল গান্ধী। রাহুল আজ, রবিবার প্যাংগং লেকের তীর থেকে তাঁর বাবা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। পাশাপাশি আরও একটু স্মৃতিকারত হয়ে তিনি তাঁর বাবার তোলা কিছু ছবিও শেয়ার করেন। খুবই আবেগমথিত একটা ব্যক্তিগত মুহূর্ত। প্যাংগং লেকের তীরে একটি প্রার্থনাসভার আয়োজনও করেন রাহুল। সেখান থেকেই বাবাকে শ্রদ্ধাজ্ঞাপন করেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুুন: Delhi: 'স্ত্রীর নিরন্তর আত্মহত্যার হুমকি স্বামীর উপর ভয়ংকর নিষ্ঠুরতা', মেনে নিল আদালত


জানা গিয়েছে, রাহুল প্রাথমিক ভাবে দুদিনের জন্য লাদাখ-ট্যুরে গিয়েছিলেন। তবে পরে মত পরিবর্তন করে তিনি তাঁর ট্যুর ২৫ অগস্ট পর্যন্ত বাড়িয়ে নেন। জম্মু ও কাশ্মীর দুটি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ ও জম্মু ও কাশ্মীরে বিভক্ত হওয়ার পরে এই প্রথম রাহুল গান্ধী লাদাখসফরে গেলেন। বছরতিপান্নের রাহুল বাইক রাইডে লাদাখ গিয়েছেন। তিনি লাদাখের তরুণ প্রজন্মের সঙ্গে দেখা করেন, কথা বলেন। রাহুল গান্ধী লেহতে একটি ফুটবল ম্যাচেও উপস্থিত থাকবেন। তিনি কলেজজীবনে ফুটবল খেলতেন। ফুটবলে তাঁর আগ্রহ আছে। এই সফরে কার্গিলেও যাবেন রাহুল।


রাহুল গান্ধী 'লাদাখ অটোনোমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিল' (এলএএইচডিসি)-এর সঙ্গে একটি বৈঠকেও বসবেন। এর ৩০ জন সদস্যের সঙ্গে তাঁর নানা বিষয়ে আলোচনা আছে।


আরও পড়ুুন: Himachal Landslide: মন্দির চাপা পড়ে মৃত একই পরিবারের ৭ জন! বৃষ্টি বিধ্বস্ত হিমাচলে ক্ষতি ১০ হাজার কোটির


এর আগে 'ভারত জোড়ো' যাত্রায় রাহুল গান্ধী জম্মু ও শ্রীনগরে গিয়েছিলেন। ব্যক্তিগত এক সফরে রাহুল গুলমার্গেও পৌঁছে গিয়েছিলেন।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)