মানসকে দলীয় শৃঙ্খলা মনে করিয়ে দিলেন রাহুল
কংগ্রেস দলে শৃঙ্খলারক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। প্রবীণ নেতাদের দলের শৃঙ্খলা মেনে চলা উচিত। মানস ভুঁইঞাকে একথাই মনে করিয়ে দিয়েছেন রাহুল গান্ধী। এমনই খবর রাজ্য কংগ্রেস সূত্রে।
ওয়েব ডেস্ক : কংগ্রেস দলে শৃঙ্খলারক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। প্রবীণ নেতাদের দলের শৃঙ্খলা মেনে চলা উচিত। মানস ভুঁইঞাকে একথাই মনে করিয়ে দিয়েছেন রাহুল গান্ধী। এমনই খবর রাজ্য কংগ্রেস সূত্রে।
আজ দিল্লিতে রাহুলের সঙ্গে দেখা করেন মানস ভুঁইঞা। রাহুলের কাছে তিনি অভিযোগ করেন, পিএসি চেয়ারম্যান পদ নিয়ে তাঁকে কিছুই জানাননি রাজ্য নেতারা। অধীর চৌধুরী ও আব্দুল মান্নান তাঁকে দল থেকে তাড়ানোর চক্রান্ত করছেন বলেও অভিযোগ করেন মানস।
রাজ্য কংগ্রেস সূত্রে খবর, মানস ভুঁইঞার কথা শুনেছেন রাহুল গান্ধী। তবে একইসঙ্গে তাঁকে মনে করিয়ে দিয়েছেন দলের শৃঙ্খলা রক্ষার বিষয়টি।