ওয়েব ডেস্ক:  চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ভারতীয় রেলে ১০ লক্ষ কর্মসংস্থানের সুযোগ। জানালেন খোদ রেলমন্ত্রী পীযূষ গোয়েল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেশ কয়েক বছর ধরেই রেলে বহু পদ শূন্য রয়েছে। সম্প্রতি ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম-এ ভারতের সামিটে ‘ভারতে কর্মসংস্থান’-এই বিষয়ের উপর আলোচনা হয় ৷ সেই সভায় রেলে ১০ লক্ষ কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানান রেলমন্ত্রী৷


তবে এর বাস্তবায়ন নিয়েও কিছুটা আশঙ্কা প্রকাশ করেছেন রেলমন্ত্রী। তাঁর কথায়, ''ভারতীয়  রেলে এই মুহূর্তে দশ লক্ষ লোক নিয়োগ করার প্রয়োজন রয়েছে। তবে সেটা করার জন্য পরিকাঠামোগতভাবে রেল এখনও প্রস্তুত নয়।''


দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছে, রেলে পরিকাঠামোগত উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে। সাম্প্রতিক অতীতে খুব অল্প সময়ের ব্যবধানে বারবার রেল দুর্ঘটনা রেলের পরিকাঠামোকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। অভিযোগ কার্যত স্বীকারও করে নিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তাঁর আক্ষেপ, দীর্ঘসময় ধরে রেলের কাজ ধীর গতিতে চলছে৷


তিনি জানান, দেশে প্রায় ২ হাজার জায়গায় এমন রেলস্টেশন রয়েছে, যেখানে কোনও বুকিং অফিস নেই৷ বুকিং অফিস তৈরি হলে প্রচুর লোকের কর্মসংস্থান হতে পারে।