রাম রহিমের গ্রামেই লুকিয়ে হানিপ্রীত, ছক কষছে দেশ ছেড়ে পালানোর
ওয়েব ডেস্ক : গুরমিত রাম রহিম সিং-এর গ্রামে কি লুকিয়ে রয়েছে হানিপ্রীত? এবার সেই খোঁজেই রাজস্থানের শ্রী গঙ্গানগরে তল্লাশি শুরু করল পুলিশ।
রিপোর্টে প্রকাশ, হানিপ্রীত ইনসান নেপালে লুকিয়ে রয়েছে বলে ইতিমধ্যেই সীমান্তবর্তী একাধিক গ্রামে খোঁজ শুরু করেছে পুলিশ। আর এবার রাজস্থানের শ্রী গঙ্গানগরের হনুমানগড়ে শুরু হয়েছে তল্লাশি। গুরমিত রাম রহিম সিং-এর গ্রামেই তাঁর দত্তক কন্যা হানিপ্রীত লুকিয়ে রয়েছে বলে অনুমান করছে পুলিশ। আর সেখান থেকেই দেশ ছেড়ে চম্পট দেওয়ার ছক কষছে হানিপ্রীত। এমন অনুমানও করা হচ্ছে।
জানা যাচ্ছে, হনুমানগড়ের একটি স্কুলের পাশে তল্লাশি শুরু করেছে রাজস্থান পুলিশের একটি দল। আর সেই খবর পাওয়ার পর সেখানে হাজির হয় হরিয়ানা পুলিশেরও আরও একটি দল। রাজস্থান ছেড়ে হানিপ্রীত যাতে কোনওভাবে পালাতে না পারে, তার জন্য ঘেরাও করে রাখা হয়েছে ওই এলাকা। তবে হানিপ্রীতের খোঁজ চালাতে গিয়ে যাতে কোনও গন্ডগোল না হয়, তার জন্য ইতিমধ্যেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত চলতি মাসের ১ তারিখে হানিপ্রীত ইনসানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে পুলিশ। পাশপাশি আদিত্য ইনসান নামে ডেরা প্রধানের আরও এক ঘনিষ্ঠ সঙ্গীর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে হরিয়ানা পুলিশ।