"হামলা হলেই FIR করতে হবে", কড়া নির্দেশ রাজনাথ সিংয়ের
BJP-র অফিসে হামলা নিয়ে উদ্বিগ্ন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল রাতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে ফোন করেন রাজনাথ সিং।
Updated By: Jan 5, 2017, 05:25 PM IST
!["হামলা হলেই FIR করতে হবে", কড়া নির্দেশ রাজনাথ সিংয়ের "হামলা হলেই FIR করতে হবে", কড়া নির্দেশ রাজনাথ সিংয়ের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/01/05/75160-rajnath3.jpg)
ওয়েব ডেস্ক : BJP-র অফিসে হামলা নিয়ে উদ্বিগ্ন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল রাতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে ফোন করেন রাজনাথ সিং।
স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া নির্দেশ, হামলা হলেই FIR করতে হবে। পুলিস FIR না নিলে জানাতে হবে রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে। সেই চিঠির একটি কপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে পাঠানোর নির্দেশ দিয়েছেন রাজনাথ সিং। মঙ্গলবারের হামলা নিয়ে গতকাল রাজভবনে নালিশ জানিয়ে আসে বিজেপির প্রতিনিধি দল।
আরও পড়ুন, PMO-তে ঢুকে "মোদী হঠাও" স্লোগান, তৃণমূলের অভিনব প্রতিবাদ
সুদীপ ব্যানার্জির গ্রেফতারির প্রতিবাদে আজও বিক্ষোভ আন্দোলন উত্তর থেকে দক্ষিণে
Tags: