এক ক্লিকেই মিলবে চিকিত্সা সংক্রান্ত পরামর্শ, প্রতিরক্ষা কর্মীদের জন্য চালু হল SeHAT OPD Portal
এই পোর্টালের মাধ্যমে চিকিত্সা সংক্রান্ত পরামর্শ দেবেন প্রতিরক্ষা বাহিনীর চিকিত্সকরা
নিজস্ব প্রতিবেদন: করোনা পরিস্থিতিতে এক বড়সড় উদ্যাগ নিল প্রতিরক্ষা মন্ত্রক। আর্মি, নেভি ও এয়ারফোর্স কর্মীদের চিকিত্সা সংক্রান্ত পরামর্শ দেওয়ার জন্য খোলা হল একটি হেলথ পোর্টাল।
আরও পড়ুন-দেশে প্রথম 'করোনা ককটেল' ইঞ্জেকশন পেয়ে সুস্থ ৮২ বছরের বৃদ্ধ
বৃহস্পতিবার ওই পোর্টালের উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)। পোর্টালটির নাম দেওয়া হয়েছে ‘Services e-Wellness Assistance & Tele-consultation' বা SeHAT। এই পোর্টালের মাধ্যমে চিকিত্সা সংক্রান্ত পরামর্শ পাবেন সেনা, বায়ুসেনা ও নৌসেনা কর্মী ও তাদের পরিবারের লোকজন। টেলিফোনে কথা বলে ওষুধও দেওয়া হবে।
করোনাকালেও যেভাবে দেশের প্রতিরক্ষা বাহিনী কাজ করে চলেছে তা প্রশংসা করেন রাজনাথ। পাশাপাশি বলেন যে ই-ওপিডি খোলা হল তার মাধ্যমে উপকৃত হবে প্রাক্তন সেনাকর্মীরাও। সবমিলিয়ে উপকৃত হবেন ৪ কোটিরও বেশি মানুষ।
আরও পড়ুন-দ্য রেপিস্ট! ফের অপর্না সেনের ছবির মুখ্য ভূমিকায় কঙ্কনা
উল্লেখ্য, এই পোর্টালের মাধ্যমে চিকিত্সা সংক্রান্ত পরামর্শ দেবেন প্রতিরক্ষা বাহিনীর চিকিত্সকরা। ওষুধও আসবে বাহিনীর নিজস্ব স্টোর থেকে। ৭৫ বছরের বেশি বয়সী প্রাক্তন কর্মীদের ওই পরামর্শ পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না।