ভারত আর দুর্বল রাষ্ট্র নয়, চিন টের পেয়েছে: রাজনাথ

Updated By: Oct 15, 2017, 09:13 PM IST
ভারত আর দুর্বল রাষ্ট্র নয়, চিন টের পেয়েছে: রাজনাথ

নিজস্ব প্রতিনিধি: ভারত আর দুর্বল রাষ্ট্র নয়। সেটা চিন টের পেয়েছে। রবিবার এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। লখনৌতে ভারতীয় লোধি মহাসভার অনুষ্ঠানে তিনি বলেন,"চিন বুঝতে পেরেছে ভারত আর দুর্বল রাষ্ট্র নয়। এদেশের শক্তি বেড়েছে।"

রাজনাথের দাবি, নরেন্দ্র মোদীর নেতৃত্বে আন্তর্জাতিক মঞ্চে ভারতের সম্মান বেড়েছে। শক্তিশালী দেশ হয়ে উঠেছে। এরইসঙ্গে পাকিস্তানকেও নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বার্তা, পাকিস্তান দেশকে ভাঙতে চাইছে। সেই চেষ্টা সফল হবে না। ভারতীয় সেনা প্রতিদিনই দু-চারটে করে সন্ত্রাসবাদী মারছে। 

গত সপ্তাহে রাজনাথ দাবি করেছিলেন, ''ভারত দুর্বল দেশ হলে ডোকলাম সমস্যার সমাধান হত না। ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হয়ে উঠেছে বলেই এটা সম্ভব হল।''

আরও পড়ুন, রাহুলকে মোক্ষম জবাব দিলেন সুষমা

.