রাম মন্দির তৈরি হবে দানের টাকায়, সরকারি সাহায্য নেওয়া হবে না, ঘোষণা মন্দির ট্রাস্টের

এবছর ৫ অগাস্ট অযোধ্য়ায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Updated By: Dec 14, 2020, 03:57 PM IST
রাম মন্দির তৈরি হবে দানের টাকায়, সরকারি সাহায্য নেওয়া হবে না, ঘোষণা মন্দির ট্রাস্টের

নিজস্ব প্রতিবেদন: অযোধ্যায় রাম মন্দির তৈরি করতে দেশজুড়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা তোলা হবে। কোনও সরকারি সাহায্য নেওয়া হবে না। জানিয়ে দিলেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই।

আরও পড়ুন-বিপদমুক্ত বুদ্ধদেব ভট্টাচার্য, কালই ছুটি হাসপাতাল থেকে

চম্পত রাই সংবাদমাধ্যমে বলেন, 'সাধারণ মানুষের দানের টাকায় গড়ে উঠবে রাম মন্দির। এর জন্য কোনও সরকারি সাহায্য নেওয়া হবে না।'

কীভাবে রাম মন্দিররের জন্য দান করবেন সাধারণ মানুষ!

ওই দানের টাকা সংগ্রহের জন্য দেশজুড়ে ঘুরবেন ট্রাস্টের কর্মীরা। তাদের হাতেই দেওয়া যাবে টাকা।
 
চম্পত রাই আরও বলেন, অযোধ্যায় রামের মন্দির তৈরির ক্ষেত্রে অর্থের অভাব হওয়া উচিত নয়। ১০ টাকা, ১০০ টাকা, ১০০০ টাকার কুপন ছাপিয়েছে ট্রাস্ট। দানের অর্থ নেওয়ার পর ওই কুপন দাতার হাতে দেওয়া হবে।  বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যৌথ উদ্যোগে ওই কাজ শুরু হবে মকর সংক্রান্তি থেকে। চলবে মাঘি পূর্ণিমা পর্যন্ত।

আরও পড়ুন-সৈকতের খুনিদের শাস্তির দাবিতে অরন্ধন পড়শিদের, বিজেপির তরফে ৫ লাখ সাহায্য পরিবারকে

উল্লেখ্য, এবছর ৫ অগাস্ট অযোধ্য়ায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত সেপ্টেম্বরে রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট ঘোষণা করে, নতুন মন্দিরটি গড়ে উঠবে ১২০০ স্তম্ভের ওপরে। মাটির ২০০ ফুট নীচ থেকে তোলা হবে ওইসব স্তম্ভ। মন্দিরের উচ্চতা হবে ১৬১ ফিট।

.