জমি দখলের রথে আডবাণী

ঠিক কুড়ি বছর আগে লালকৃষ্ণ আডবাণীর রাম রথযাত্রা আটকে গেছিল বিহারের মাটিতে। আডবাণীর অশ্বমেধের ঘোড়া থামিয়ে দিয়েছিলেন জয়প্রকাশ নারায়ণের শিষ্য লালুপ্রসাদ যাদব। আর আজ সেই বিহারের মাটিতেই জয়প্রকাশ নারায়ণের জন্মদিনে, তাঁর জন্মস্থান বিহারের সিতাব দিয়ারা থেকে তাঁর জনচেতনা যাত্রা শুরু করলেন আডবাণী। আর সেই যাত্রার সূচনা করলেন জয়প্রকাশ নারায়ণেরই

Updated By: Oct 11, 2011, 12:28 PM IST

ঠিক কুড়ি বছর আগে লালকৃষ্ণ আডবাণীর রাম রথযাত্রা আটকে গেছিল বিহারের মাটিতে। আডবাণীর অশ্বমেধের ঘোড়া থামিয়ে দিয়েছিলেন জয়প্রকাশ নারায়ণের শিষ্য লালুপ্রসাদ যাদব। আর আজ সেই বিহারের মাটিতেই জয়প্রকাশ নারায়ণের জন্মদিনে, তাঁর জন্মস্থান বিহারের সিতাব দিয়ারা থেকে তাঁর জনচেতনা যাত্রা শুরু করলেন আডবাণী। আর সেই যাত্রার সূচনা করলেন জয়প্রকাশ নারায়ণেরই আর এক শিষ্য ও লালুপ্রসাদ যাদবের প্রাক্তন সহযোদ্ধা নীতীশ কুমার। ইউপিএ সরকারের দুর্নীতির বিরুদ্ধে দেশজোড়া প্রচারের নামে আসলে বিজেপির হারানো জমি পুনরুদ্ধার করার লক্ষ্যেই ষষ্ঠবার রথে চড়লেন আডবাণী।কিন্তু নেতৃত্বের প্রশ্নে জেরবার বিজেপি এই রথযাত্রার সুফল কতটা ঘরে তুলতে পারবে তা নিয়ে সংশয়ে রয়েছেন বিজেপি নেতৃত্বই।যদিও ঐক্যের ছবি তুলে ধরতে আজ বিহারের সিতাব দিয়ারায় হাজির সুষমা স্বরাজ ও অরুণ জেটলি।বিরোধীরা অবশ্য এই রথযাত্রা নিয়ে বি্জেপি ও আডবাণীকে তীব্র কটাক্ষ করেছে।
বামেরা দুর্নীতি ইস্যুতে বিজেপির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। সাম্প্রদায়িক উষ্কানির অভিযোগ এনেছে কংগ্রেস।

.