বাড়ি কিনবেন? RBI বাড়িয়ে দিয়েছে Repo Rate, বাড়তে পারে বাড়ি-গাড়ির EMI; আর কী বাড়ছে?

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সুদের হার বাড়ানোর কথা ঘোষণা করলেন। এর ফলে সরাসরি চাপ পড়তে চলেছে মধ্যবিত্তদের উপরে। এর পর থেকে সমস্ত ইএমআই-এর টাকা বেড়ে যাচ্ছে।

Updated By: May 4, 2022, 07:55 PM IST
বাড়ি কিনবেন? RBI বাড়িয়ে দিয়েছে Repo Rate, বাড়তে পারে বাড়ি-গাড়ির EMI; আর কী বাড়ছে?

নিজস্ব প্রতিবেদন: আপনি কি বাড়ি কিনতে চলেছেন? অচিরেই গাড়ি কিনতে চান? আপনি কি ইতিমধ্যেই গৃহঋণ নিয়ে বসে আছেন? তা হলে কিন্তু একটু ভেবেচিন্তে নামুন।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস সুদের হার বাড়ানোর কথা ঘোষণা করলেন আজ বুধবার। বাড়ছে ৪০ বেসিস পয়েন্ট (বিপিএস) বা ৪.৪০ শতাংশ। এর ফলে সরাসরি চাপ পড়তে চলেছে গ্রাহকদের উপরে। কেননা এর পর থেকে সমস্ত ইএমআই-এর টাকাই বেড়ে যাচ্ছে। অর্থাৎ, বাড়ছে হোম লোন কার লোন ইত্যাদি বিবিধ ঋণের মূল্য। সোজা কথায় বোঝা বাড়তে চলেছে গ্রাহকদের। 

কাকে বলে রেপো রেট? 

রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে যে সুদের হারে স্বল্পমেয়াদি ঋণ দেয় তাকেই 'রেপো রেট' বলে। এই রেপো রেট বাড়ার ফলে বাড়ি-গাড়ির জন্য নেওয়া ব্যাঙ্কঋণের সুদের হারও বাড়ার আশঙ্কা প্রবল। অর্থাৎ, বাড়তে পারে ইএমআই।

বাজার বিশেষজ্ঞদের একাংশ বলছেন, মুদ্রাস্ফীতিকে বাগে আনতেই সাধারণত সুদ বাড়ানো হয়ে থাকে। কিন্তু আরবিআই যখন সুদের হার বাড়িয়ে দিল, তখন বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকেও 'মার্জিনাল কস্টে'র ভিত্তিতে তাদের ঋণের হার বাড়াতে হতে পারে।

রেপো রেটের পাশাপাশি বুধবার অর্থনৈতিক নীতি নির্ধারক কমিটির সুপারিশ অনুযায়ী নগদ জমার অনুপাত (ক্যাশ রিজার্ভ রেশিয়ো) ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। এর অর্থ, রিজার্ভ ব্যাঙ্কের কাছে বাণিজ্যিক ব্যাঙ্কগুলির বাধ্যতামূলক ভাবে জমা করা নগদের পরিমাণ বাড়ছে। এর নেতিবাচক প্রভাবও পড়বে বাজারে। ব্যাখ্যা করলে বিষয়টা এরকম:  ক্যাশ রিজার্ভ রেশিয়ো ৫০ বেসিস পয়েন্ট বাড়লে বাণিজ্যিক ব্যাঙ্কগুলির হাতে নগদের পরিমাণ কমবে। ফলে ঋণ দেওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ বাড়াতে হতেই পারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে। 

আরও পড়ুন:  LIC: বাজারে এল LIC-র শেয়ার; কিনতে হবে ৯ মে'র মধ্যে

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.