খোদা পাহাড় নিকলা চুহা, বাজেট পেশের পর প্রতিক্রিয়া বিরোধীদের

বাজেট ২০১৪-১৫। পড়ুন প্রতিক্রিয়া-

Updated By: Jul 10, 2014, 03:50 PM IST

বাজেট ২০১৪-১৫। পড়ুন প্রতিক্রিয়া-

অরবিন্দ কেজরিওয়াল- এ তো পাহাড় খুঁড়ে ছুঁচো বেরনোর মতো অবস্থা(খোদা পাহাড়, নিকলা চুহা)। মূদ্রাস্ফীতি রোখার কোনও প্রচেষ্টাই নেই বাজেটে।

মল্লিকার্জুন খারগে- কোনও উন্নয়ন মূলক পদক্ষেপও নেওয়া হয়নি। শুধুই কর্পোরেট সেক্টরে ছাড় দেওয়া হয়েছে।

এ কে অ্যান্টনি- প্রতিরক্ষায় ৪৯% এফডিআই দেশের প্রতিরক্ষা ব্যবস্থার কাছে আশঙ্কাজনক, ভয়ঙ্কর।

মুলায়ম সিং যাদব- এই বাজেট ধনীদের জন্য। গরীব, বেকারদের কথা ভাবা হয়নি বাজেটে।

সোনালি জেটলি(অরুণ জেটলি কন্যা)- বাজেট ২০১৪ দেশের জন্য খুব ভাল। আমি খুশি।

সঙ্গীতা জেটলি(অরুণ জেটলি স্ত্রী)-খুব ভাল বাজেট।

বীরাপ্পা মইলি- বর্তমান পরিস্থিতি থেকে বেরনোর কোনও পথই নেই বাজেটে।

শশী থারুর-মূদ্রস্ফীতি কমানোর কোনও উদ্যোগ নেওয়া হয়নি। আমাকে ভাল করে পড়তে হবে বাজেট।

ভেঙ্কাইয়া নাইডু- এই বাজেট দেশে স্বাস্থ্য ও সমৃদ্ধি আনবে। দেশের অর্থনীতি চাঙ্গা করবে।

রাজনাথ সিং- গরীবদের জন্য, কৃষকদের জন্য, মহিলাদের জন্য, বয়স্কদের জন্য এই বাজেট।

নওয়াব মালিক- সব প্রস্তাব আগে থেকেই ছিল। শুধু নতুন করে উপস্থাপন করা হয়েছে।

মুখতার আব্বাস নকভি- পারফেক্ট ও প্রাক্টিক্যাল বাজেট।

অভিষেক মনু সিংভি- দেশে অনেক কিছু প্রত্যাশা করেছিল।

মনীশ তিওয়ারি-বাইরে থেকে খুবই জাঁকজমকপূর্ণ, ভিতরে কিছুই নেই।

.