দু'জনেই অসাধারণ অভিনেতা। তাঁদের ভক্তরাও ছড়িয়ে আছেন সারা পৃথিবী জুড়ে। কিন্তু, হটাৎ করেই কাশ্মীরী পণ্ডিতদের বিষয়ে বাগ্ যুদ্ধে জড়িয়ে পড়লেন নাসিরুদ্দিন শাহ এবং অনুপম খের।
ওয়েব ডেস্ক: দু'জনেই অসাধারণ অভিনেতা। তাঁদের ভক্তরাও ছড়িয়ে আছেন সারা পৃথিবী জুড়ে। কিন্তু, হটাৎ করেই কাশ্মীরী পণ্ডিতদের বিষয়ে বাগ্ যুদ্ধে জড়িয়ে পড়লেন নাসিরুদ্দিন শাহ এবং অনুপম খের।
সম্প্রতি টুইটারে অনুপমকে কটাক্ষ করে নাসির লেখেন, "যিনি কখনও কাশ্মীরে থাকেননি তিনিই হটাৎ কাশ্মীরী পণ্ডিতদের লড়াইয়ের মুখ হয়ে উঠেছেন।"
অনুপমও প্রত্যুত্তর দিতে বিশেষ অপেক্ষা করেননি। তাঁর মন্তব্য, "শাহ সাহেবের জয় হোক। তার মানে অনাবাসী ভারতীয়দের ভারত সম্পর্কে ভাবা উচিত নয়!"
প্রসঙ্গত, এদিনই জম্মু ও কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জানিয়েছেন যে তাঁর রাজ্যে পণ্ডিতদের জন্য আলাদা বসতি গড়ার পক্ষপাতী নন তাঁরা।
এদিকে, অনুপম খের ঘোষিত বি.জে.পি. সমর্থক এবং তাঁর স্ত্রী বি.জে.পি.-র টিকিটে জেতা সাংসদও বটে। ফলে, অনুপমের কাছ থেকেও এই ধরণের বক্তব্যই প্রত্যাশিত।
তবে, আপাতত এই দুই প্রবীন অভিনেতার কথা যুদ্ধে সরগরম সোশ্যাল মিডিয়া।
VAN-W
|
VS |
SAM-W
|
Vanuatu Women beat Samoa Women by 9 runs | ||
Full Scorecard → |
SAM-W
|
VS |
PNG-W
|
Papua New Guinea Women beat Samoa Women by 4 wickets | ||
Full Scorecard → |
VAN-W
|
VS |
PNG-W
|
Papua New Guinea Women beat Vanuatu Women by 35 runs | ||
Full Scorecard → |