গুরগাঁওয়ের পর এবার সিমলার নাম বদলের দাবি উঠল
দীর্ঘদিনের দাবির পর নতুন নাম পেয়েছে গুরগাঁও। নাম বদলে হয়েছে গুরুগ্রাম। এবার শিমলার নাম বদলের দাবি উঠল। হিমাচলপ্রদেশের রাজধানী শিমলার নাম পালটে 'শ্যামলা' রাখার দাবি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ।
ওয়েব ডেস্ক: দীর্ঘদিনের দাবির পর নতুন নাম পেয়েছে গুরগাঁও। নাম বদলে হয়েছে গুরুগ্রাম। এবার শিমলার নাম বদলের দাবি উঠল। হিমাচলপ্রদেশের রাজধানী শিমলার নাম পালটে 'শ্যামলা' রাখার দাবি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ।
শুধু শিমলাই নয়, একদিন আগেই ডালহৌসির নাম নেতাজি সুভাষ চন্দর বোস এবং সিমলার বিখ্যাত পিটারহফ হাউসের নাম বাল্মিকী সদন করার পক্ষে সওয়াল করে বিশ্ব হিন্দু পরিষদ। এরপরই দাবি তোলে শিমলার নাম বদলের। তাদের দাবি সিমলা শব্দটি এসেছে 'শ্যামলা' থেকে, যার অর্থ নীল বাড়ি। ব্রিটিশদের গ্রীষ্মকালীন রাজধানী থাকাকালীন এই জায়গার নাম হয় সিমলা। সুতরাং সেই নাম বদলে এবার শিমলার জায়গায় হিমাচলের রাজধানীর নাম দিতে হবে 'শ্যামলা'। এমনটাই দাবি বিশ্ব হিন্দু পরিষদের।