সংরক্ষণ বিল: ভোটাভুটি রাজ্যসভায়
এফডিআই বিতর্কের পর এবার চাকরিতে পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণ নিয়ে অস্বস্তিতে পড়তে চলেছে ইউপিএ সরকার। সংরক্ষণ সংক্রান্ত বিলটি নিয়ে আজই রাজ্যসভায় ভোটাভুটি হতে চলেছে। আর এতেই সরকারের বিপক্ষে ভোট দিতে পারে সমাজবাদী পার্টি। এমনকি এই ইস্যুকে সামনে রেখে সরকারকে বাইরে থেকে সমর্থনের বিষয়টিও নতুন করে ভেবে দেখবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সপা সুপ্রিমো মুলায়ম সিং যাদব।
এফডিআই বিতর্কের পর এবার চাকরিতে পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণ নিয়ে অস্বস্তিতে পড়তে চলেছে ইউপিএ সরকার। সংরক্ষণ সংক্রান্ত বিলটি নিয়ে আজই রাজ্যসভায় ভোটাভুটি হতে চলেছে। আর এতেই সরকারের বিপক্ষে ভোট দিতে পারে সমাজবাদী পার্টি। এমনকি এই ইস্যুকে সামনে রেখে সরকারকে বাইরে থেকে সমর্থনের বিষয়টিও নতুন করে ভেবে দেখবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সপা সুপ্রিমো মুলায়ম সিং যাদব।
এদিকে চাকরিতে পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণ সংক্রান্ত বিলটে পাশ করানোর জন্য কেন্দ্রের ওপর লাগাতার চাপ বাড়িয়ে চলেছে বহুজন সমাজ পার্টি। যদিও এফডিআই ইস্যুতে সংসদে সপা এবং বসপার ভূমিকার পর তাদের অবস্থানে আর ভরসা রাখতে নারাজ বিজেপি। মুলায়ম সিং যাদবের হুঁশিয়ারি নিছকই ফয়দা তোলার চেষ্টা বলে মনে করে তারা। এই পরিস্থিতিতে আজ চাকরিতে পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণ ইস্যুতে ফের উত্তাল হতে পারে সংসদ।