৩১ মার্চের পর চলবে না ২০০৫ সালের আগে ছাপা নোট, নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
চলতি বছরের ৩১ মার্চের পরে ২০০৫ সালের আগের ছাপা সমস্ত টাকার নোট তুলে নেওয়ার নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক। চলতি বছরের পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে নয়া নির্দেশ। ওইদিন থেকে গ্রাহকরা ব্যাঙ্কে গিয়ে তাদের টাকা বদলি করে নিতে পারেন।
চলতি বছরের ৩১ মার্চের পরে ২০০৫ সালের আগের ছাপা সমস্ত টাকার নোট তুলে নেওয়ার নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক। চলতি বছরের পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে নয়া নির্দেশ। ওইদিন থেকে গ্রাহকরা ব্যাঙ্কে গিয়ে তাদের টাকা বদলি করে নিতে পারেন।
ব্যাঙ্কগুলি এর জন্য প্রয়োজনীয় সহায়তা করবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। গ্রাহকদের অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এক, দুই, পাঁচ, দশ, কুড়ি, একশো, পাঁচশো ও হাজার টাকার নোটের ওপর এই নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক। নতুন আর্থিক বছর ২০১৪-১৫ থেকেই এই নিয়ম লাগু হতে চলেছে।