নিজস্ব প্রতিবেদন: মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত খুচরো পণ্যে মূলসূচক বেড়েই চলেছে। সরকারি তথ্য অনুয়ায়ী, জুন মাসে এই বৃদ্ধির হার ৬.০৯ শতাংশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বিজেপি বিধায়কের রহস্যমৃত্যুর তদন্তভার CID-র হাতে, আগামিকাল উত্তরবঙ্গ বনধ ডাকল গেরুয়া শিবির


লকডউনের জন্য এপ্রিল ও মে মাসে প্রকাশ করা হয়নি সামগ্রিক খুচরো পণ্যে মুদ্রাবৃদ্ধির সূচক। শেষ প্রকাশিত হয়েছিল মার্চ মাসে। যদিও এপ্রিল ও মে মাসে খাদ্যপণ্যের মূল্যের ভিত্তিতে মূল্যবৃদ্ধি প্রকাশ্যে এনেছিল সরকার।


আন্দাজের থেকে জুন মাসের মূল্য বৃদ্ধির হার অনেকটা বেশি। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তবে মে মাসের তুলনায় জুন মাসে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি কমেছে। মে মাসে ছিল ৯.২০ শতাংশ, তা জুন মাসে হয়েছে ৭.৮৭ শতাংশ।


আরও পড়ুন-কীভাবে সংক্রমিত হলেন! অমিতাভের বাংলোর কর্মীদের করোনা পরীক্ষা হবে দ্বিতীয় পর্যায়ে


কোভিড থাবার প্রভাব যে অর্থনীতিতে একটা আঘাত হেনেছে তা কার্যত স্পষ্ট। আইএমএফের পক্ষ থেকে বলা হয়েছে ২০২০ সালে ভারতের অর্থনীতি ধাক্কা খেলেও ২০২১ সালে ফের ঘুরে দাঁড়াবে অর্থনীতি।