রাহুলকে তীব্র আক্রমণ করলেন ঋষি কাপুর
ওয়েব ডেস্ক: রাজনীতিতে পরিবারতন্ত্রের পক্ষে সাফাই গেয়েছেন রাহুল গান্ধী। মার্কিন যুক্তরাষ্ট্রে ইউনির্ভাসিটি অফ ক্যালিফোর্নিয়ায় একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কংগ্রেস সহ-সভাপতি। সেখানে পরিবারতন্ত্রের পক্ষে নিজের মতপ্রকাশ করেন। রাহুলের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। তবে রাহুলকে চাঁচাছোলা ভাষায় বিঁধেছেন প্রবীণ অভিনেতা ঋষি কাপুর।
টুইটারে ঋষি লিখেছেন,”রাহুল গান্ধী ১০৬ বছরের ভারতীয় সিনেমার ইতিহাসে কাপুরদের দান ৯০ বছর। প্রতিটি প্রজন্মকে মেধার ভিত্তিতে বেছেছেন সাধারণ মানুষ। ভগবানের দয়ায় এটা আমাদের চতুর্থ প্রজন্ম- পৃথ্বিরাজ কাপুর, রাজ কাপুর, রণধীর কাপুর ও রণবীর কাপুর। আপনি অন্যদিক থেকে দেখছেন। তাই পরিবারতন্ত্র নিয়ে লোককে ভুল বোঝাবেন না। মানুষের সম্মান ও ভালবাসা আপনাকে অর্জন করতে হবে। তা জোর করে বা গুন্ডামি করে পাওয়া যাবে না।
Rahul Gandhi.In the 106 years of Indian cinema of India, Kapoor's contribution is 90 years. And each generation is chosen by public on merit
— Rishi Kapoor (@chintskap) September 12, 2017
By God's grace we are in 4 generations.Prithviraj Kapoor.Raj Kapoor.Randhir Kapoor.Ranbir Kapoor-Males.Besides all others. You see otherwise
— Rishi Kapoor (@chintskap) September 12, 2017
So don't bullshit people on "Dynasty" You have to earn people's respect and love through hard work not zabardasti and gundagardi.
— Rishi Kapoor (@chintskap) September 12, 2017
ওই অনুষ্ঠানে রাহুল বলেছিলেন,"পরিবারতন্ত্র রাজনৈতিক দলগুলির সমস্যা। বেশিরভাগ দেশ এভাবেই চলে। ভারতেও সেটা রয়েছে। অখিলেশ, স্টালিন এমনকি অভিনেতা অভিষেক বচ্চনও পরিবারতন্ত্রেরই অংশ। এমনকি প্রেমকুমার ধূমলের ছেলে অনুরাগ ঠাকুরও তেমনটাই।"