Kanpur Bank Robbery: লম্বা সুড়ঙ্গ খুঁড়ে ব্যাঙ্কে ঢুকে পড়ল ডাকাতদল; লোপাট বিপুল সোনা

ধুলে জানান, এর পেছনে ব্যাঙ্কেরই কেউ থাকতে পারে। ওই কর্মীর কোনও পেশাদার চোরকে দিয়ে ওই কাজ করিয়েছে। আপাতত কিছু সূত্র মিলেছে। কিছু ফিঙ্গার প্রিন্টও পাওয়া গিয়েছে। এতে তদন্তে সহায়তা হবে

Updated By: Dec 24, 2022, 11:10 PM IST
Kanpur Bank Robbery: লম্বা সুড়ঙ্গ খুঁড়ে ব্যাঙ্কে ঢুকে পড়ল ডাকাতদল; লোপাট বিপুল সোনা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একেবারে ফিল্মি কায়দায় ডাকাতি। দশ ফুটেরও বেশি লম্বা এক সুড়ঙ্গ খুঁড়ে কানপুরে এসবিআইয়ের এক ব্রাঞ্চে ঢুকে পড়ল ডাকাতের দল। একেবারে নিপুন কায়দায় লোপাট করে দিল ১.৮ কেজি সোনা। এর বাজারমূল্য প্রায় কোটি টাকা। 

আরও পড়ুন-নাকে মাত্র কয়েক ফোঁটা, করোনার বুস্টার ডোজ হিসেবে নেওয়া যাবে এই নেজাল ভ্যাকসিন

কানপুরের ভানুটি ব্রাঞ্চের ওই ডাকাতির ঘটনায় হইচই পড়ে গিয়েছে প্রশাসনে। ব্য়াঙ্কের পাশেই ছিল একটি খোলা জমি। সেখান থেকেই ওই লম্বা সুড়ঙ্গ খুঁড়ে ফেলে ডাকাতল। ওই সুড়ঙ্গ খুঁড়তে বেশ কয়েকদিন লাগার কথা। কীভাবে এমন কাজ সম্ভব হল তা নিয়ে তাজ্জব পুলিস। ডাকাত দল ঢুকে পড়ে একেবারে ব্যাঙ্কের স্ট্রং রুমে। 

কানপুর ডিসিপি(পশ্চিম) বিজয় ধুলে সংবাদমাধ্যমে জানিয়েছেন, স্ট্রং রুমে ডাকাতরা ঢুকে পড়লেও একটি চেম্বারে ৩২ লাখ টাকা ছিল। সেই টাকা নিতে পারেনি তারা। তবে বেশ কয়েকঘণ্টা হিসেব করে ব্যাঙ্ক কর্মীরা জানিয়েছেন, মোট ১.৮ কেজি সোনা লুট হয়েছে। এর বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। এনিয়ে তদন্ত শুরু করেছে পুলিস।

ধুলে জানান, এর পেছনে ব্যাঙ্কেরই কেউ থাকতে পারে। ওই কর্মীর কোনও পেশাদার চোরকে দিয়ে ওই কাজ করিয়েছে। আপাতত কিছু সূত্র মিলেছে। কিছু ফিঙ্গার প্রিন্টও পাওয়া গিয়েছে। এতে তদন্তে সহায়তা হবে। 

প্রাথমিক তদন্ত মনে করা হচ্ছে, ডাকাতির আগে বেশ কয়েকবার রেইকি করেছিল ডাকাতরা। ব্যাঙ্কের নির্মাণ, স্চ্রং রুম, নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তারা খুবই ওয়াকিবহাল ছিল। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.