বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ পাঠালো কেন্দ্রীয় সরকার

Updated By: Sep 30, 2017, 06:28 PM IST
বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ পাঠালো কেন্দ্রীয় সরকার

ওয়েব ডেস্ক: আবারও রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠালো কেন্দ্রীয় সরকার। ৬২ হাজার প্যাকেট ত্রাণ নিয়ে বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছয় সেনার জাহাজ আইএনএল ঘড়িয়াল। বাংলাদেশ-মায়ানমার সীমান্তে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে অন্তত ৪,৮০,০০০ রোহিঙ্গা। 

গত ২৮ সেপ্টেম্বর চট্টগ্রামে ত্রাণ নিয়ে পৌঁছয় আইএনএস ঘড়িয়াল। তা সংশ্লিষ্ট জেলাশাসকের হাতে তুলে দেন ভারতীয় রাষ্ট্রদূত। সারাদিন ধরে নামানো হয় ত্রাণ। চলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আইএনএস ঘড়িয়াল থেকে দ্রুত ত্রাণ নামানোর ব্যবস্থা করেন খোদ ভারতীয় ডেপুটি হাই কমিশনার।  

এছাড়াও ৫৪টি ট্রাকে ত্রাণ পাঠিয়েছে ভারত সরকার। ২৯ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছয় ২১টি ট্রাক। শনিবার সকালে ত্রাণ সামগ্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে পাড়ি দিয়েছে আরও ২০টি ট্রাক। বাকি ১৩টি ট্রাকও শীঘ্রই পাঠানো হবে। কনভয়ের নিরাপত্তায় রয়েছে বাংলাদেশ সেনা। রোহিঙ্গারা ভারতের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে কেন্দ্র। তবে রোহিঙ্গাদের ত্রাণ পাঠানোয় কোনও কৃপণতা করা হচ্ছে না।  

আরও পড়ুন, হিন্দু গণহত্যায় যুক্ত রোহিঙ্গাদের বিরুদ্ধে মায়ানমারকে ব্যবস্থা নিতে বলল ভারত সরকার

 

.