আরও জোরালো প্রতিবাদের বার্তা দিয়ে প্রধানমন্ত্রীকে নয়া চিঠি নাসিরুদ্দিন-রোমিলা থাপার
চিঠিতে বলা হয়েছে, বুদ্ধিজীবীদের এভাবে হেনস্থা করায় তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। প্রধানমন্ত্রীকে লেখা সতীর্থদের চিঠির প্রত্যেকটি শব্দকে অনুমোদন করেন তাঁরা
নিজস্ব প্রতিবেদন: ৪৯জন বুদ্ধিজীবীদের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করায় প্রধানমন্ত্রীকে আরও একটি খোলা চিঠি লেখা হল। এবার সেই তালিকায় জুড়লেন অভিনেত্রী নাসিরুদ্দিন শাহ, ইতিহাসবিদ রোমিলা থাপার, গায়ক টিএম কৃষ্ণ-সহ একঝাঁক ব্যক্তিত্ব। ওই চিঠিতে তাঁরা সাফ জানান, সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ জারি থাকবে। পাশাপাশি, এই প্রতিবাদকে জোরালো করতে সংস্কৃতি, শিক্ষা, আইন জগতের ব্যক্তিদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
চিঠিতে বলা হয়েছে, বুদ্ধিজীবীদের এভাবে হেনস্থা করায় তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। প্রধানমন্ত্রীকে লেখা সতীর্থদের চিঠির প্রত্যেকটি শব্দকে অনুমোদন করেন তাঁরা। গণপিটুনি, বাক স্বাধীনতা খর্ব করা বা নাগরিকদের হেনস্থা করার মতো ঘটনায় প্রত্যেকদিন সরব হওয়া উচিত। গণপিটুনির ঘটনায় প্রতিবাদ জানিয়ে বুদ্ধিজীবীরা প্রধানমন্ত্রীকে যে চিঠি লিখেছেন, তা দেশদ্রোহের কাজ? চিঠিতে প্রশ্ন তোলেন নাসিরুদ্দিনরা। উল্লেখ্য, গত ৭ অক্টোবর ওই চিঠি লেখা হয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন- সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিটে সুদ কমাল স্টেট ব্যাঙ্ক, মাথায় হাত মধ্যবিত্তের
জুলাইয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান হিংসার ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দেন ৪৯ জন বুদ্ধিজীবী। যাঁদের মধ্যে রয়েছেন অপর্ণা সেন, কৌশিক সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, আদুর গোপালকৃষ্ণন, রামচন্দ্র গুহ প্রমুখ। তবে, গত সপ্তাহে বিহারে মুজফফরপুরে তাঁদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে এফআইআর করা হয়।