নির্দেশিকা উড়িয়ে কেরলে জাতীয় পতাকা উত্তোলন ভাগবতের

কেরল সরকারের নির্দেশিকা উড়িয়ে দিল আরএসএস। 

Updated By: Jan 26, 2018, 07:34 PM IST
নির্দেশিকা উড়িয়ে কেরলে জাতীয় পতাকা উত্তোলন ভাগবতের

নিজস্ব প্রতিবেদন: বাম পরিচালিত রাজ্য সরকারের নির্দেশিকা উড়িয়েই প্রজাতন্ত্র দিবসে কেরলের স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করলেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। শুক্রবার পালাক্কড়ের স্কুলে সংগঠনের কর্মীদের সঙ্গে তেরঙার তোলেন তিনি।

পালাক্কড়ে আরএসএস পরিচালিত ভাষা বিদ্যাপীঠম হাইস্কুলে পতাকা উত্তোলন করেন মোহন ভাগবত। দিন কয়েক আগেই কেরল সরকার নির্দেশিকা জারি করে জানিয়েছিল, প্রজাতন্ত্র দিবসে সরকারি প্রতিষ্ঠানে বিভাগীয় প্রধানরা ছাড়া আর কেউ পতাকা উত্তোলন করতে পারবেন না। আরএসএসের দাবি, ওই স্কুলটি সরকার পরিচালিত নয়। ফলে নিয়ম ভাঙার প্রশ্নই ওঠে না।

আরও পড়ুন- দশটি দেশের সংবাদপত্রে প্রকাশিত হল নরেন্দ্র মোদীর লেখা সম্পাদকীয়

গত স্বাধীনতা দিবসেও মোহন ভাগবতের জাতীয় পতাকা উত্তোলন নিয়ে সৃষ্টি হয়েছিল বিতর্ক। পালাক্কড়ের কারনাকিম্মান স্কুলের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আরএসএস প্রধান। ওই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের কাছে জবাবদিহি চেয়েছিলেন জেলাশাসক। যদিও আরএসএসের দাবি করে এসেছে, স্বাধীন দেশের নাগরিক হিসেবে দেশের যেকোনও প্রান্তে জাতীয় পতাকা উত্তোলন করার অধিকার রয়েছে মোহন ভাগবতের।

.