অব্যাহত টাকার পতন, কাজে লাগছে না কেন্দ্রের কোনও দাওয়াই

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তেল উত্পাদ কম করার পাশাপাশি ভারত অনেকটাই তেল আমদানি কমিয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার খাঁড়া এড়াতে সন্তর্পনে পা ফেলছে নয়া দিল্লি

Updated By: Sep 18, 2018, 09:05 PM IST
অব্যাহত টাকার পতন, কাজে লাগছে না কেন্দ্রের কোনও দাওয়াই
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ফের হোঁচট খেয়ে রেকর্ড গড়ল ডলার প্রতি টাকা। মঙ্গলবার নতুন করে ৪৬ পয়সা পড়ে টাকার দর দাঁড়ায় ৭২.৯৭ টাকা। তবে, আরও ০.০২ বেসিস পড়ে টাকার দর।

টাকার পতনে কাঁটা হয়ে দাঁড়িয়েছে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দর। উত্তরোত্তর জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে টাকাকে কোনওভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না রিজার্ভ ব্যাঙ্ক। ইতিমধ্যে ৪০ কোটি থেকে ৫০ কোটি ডলার বিক্রি করেছে শীর্ষ ব্যাঙ্ক। যদিও তার কোনও প্রভাব দেখা যাচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তেল উত্পাদ কম করার পাশাপাশি ভারত অনেকটাই তেল আমদানি কমিয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার খাঁড়া এড়াতে সন্তর্পনে পা ফেলছে নয়া দিল্লি। সে ক্ষেত্রে ইরানের উপর নির্ভরশীলতা কমিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও তেল আমদানি করতে হচ্ছে ভারতকে। বিশ্ব বাজারে তেলের চাহিদা বাড়ায় বেশি ডলার খরচ করেই ভারতকে জ্বালানি তেল আমদানি করতে হচ্ছে।

এছাড়া মার্কিন-চিন বাণিজ্যিক দ্বৈরথ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে ইন্ধন জোগাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেন্দ্র যদিও স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিশ্ব বাজার দ্বারা নিয়ন্ত্রিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে কোনও নিয়ন্ত্রণ নেই সরকারে। তবে, টাকার পতন রুখতে বেশ কিছু পদক্ষেপ করেছে অর্থমন্ত্রক। প্রবাসী ভারতীয়দের আমনত ঘরে আনতে জনমুখী অফার দেওয়া সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানায় অর্থমন্ত্রক।

.