সাংসদ সচিন
শততম সেঞ্চুরির পর এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন সচিন তেন্ডুলকর। রাজ্যসভার সদস্য হিসাবে আজ শপথ নিচ্ছেন সচিন তেণ্ডুলকর। রবিবার রাতেই সস্ত্রীক দিল্লি পৌঁছেছেন সচিন। সোমবার সকাল ১০টায় সাংসদ হিসাবে রাজ্যসভায় শপথ নেবেন মাস্টার ব্লাস্টার।
শততম সেঞ্চুরির পর এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন সচিন তেন্ডুলকর। রাজ্যসভার সদস্য হিসাবে আজ শপথ নিচ্ছেন সচিন তেণ্ডুলকর। রবিবার রাতেই সস্ত্রীক দিল্লি পৌঁছেছেন সচিন। সোমবার সকাল ১০টায় সাংসদ হিসাবে রাজ্যসভায় শপথ নেবেন মাস্টার ব্লাস্টার।
রাজ্যসভায় সচিনের মনোনয়ন নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল শুরু থেকেই। তার মধ্যেই সোমবার সচিনকে শপথ বাক্য পাঠ করাবেন উপ রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি। দিল্লি বিমান বন্দরে সচিনকে দেখবার জন্য অগণিত মানুষ ভীড় জমান গতকাল। শপথ নেওয়ার আগে সচিনকে শুভেচ্ছা জানিয়েছেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বাইশ গজে সচিন যেমন সফল সংসদেও তিনি তেমনই সাফল্য পাবেন বলে মনে করছেন ধোনি। সচিনকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনাথন আনন্দও।
সচিনের সঙ্গেই রাজ্যসভায় মনোনয়ন পেয়েছিলেন অভিনেত্রী রেখা এবং শিল্পপতি অনু আগা। রেখা এবং অনু গত মে মাসে শপথ নিলেও আইপিএল চলার দরুণ শপথ নিতে পারেননি সচিন। অবশেষে আজ শপথ নেবেন তিনি।