মামলার অনুমতি দিতে হবে ৪ মাসের মধ্যে : সুপ্রিম কোর্ট

সরকারি আমলাদের বিরুদ্ধে দুর্নীতি মামলার অনুমতির জন্য টালবাহানা রুখতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশ, কোনও সরকারি আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে, ৪ মাসের মধ্যে মামলার অনুমতি দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

Updated By: Jan 31, 2012, 01:22 PM IST

সরকারি আমলাদের বিরুদ্ধে দুর্নীতি মামলার অনুমতির জন্য টালবাহানা রুখতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশ, কোনও সরকারি আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে, ৪ মাসের মধ্যে মামলার অনুমোতি দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এই ৪ মাসের মধ্যে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনও সিদ্ধান্ত না জানায়, সে ক্ষেত্রে আবেদন অনুমোদিত হয়েছে বলে গণ্য করা হবে।
পর্যাপ্ত তথ্যপ্রমাণ থাকা সত্ত্বেও টুজি স্পেকট্রাম দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজার বিরুদ্ধে মামলার অনুমতি দিতে দেরি করেছে প্রধানমন্ত্রীর সচিবালয়। এই অভিযোগে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়।
মামলাটি গ্রহণ করে সুপ্রিম কোর্টের বিচারপতি জিএস সিংভি ও একে গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানান, সরকারি আমলাদের বিরুদ্ধে মামলার অনুমোতির জন্য নির্দিষ্ট সময়সীমা থাকা জরুরি। সরকারি আমালার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা দুর্নীতি রোধ আইনে একজন নাগরিকের সাংবিধানিক অধিকার। সর্বোচ্চ আদালতের এদিনের রায়ে দুর্নীতি প্রশ্নে কেন্দ্র ফের ধাক্কা খেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

.