আইনী বিপাকে স্যামসং, সুপ্রিমকোর্টের নির্দেশে একটি প্রতারণা মামলায় গ্রেফতারির সম্মুখীন এই বহুজাতিক কোম্পানির চেয়ারম্যান

ভারতে এবার আইনী বিপাকে পড়ন স্যামসং। একটি প্রতারণা মামলায় গ্রেফতারির সম্মুখীন হতে চলেছেন স্যামসংয়ের চেয়ারম্যান লি কুন হি। ছয় সপ্তাহের মধ্যে তাঁকে গাজিয়াবাদের ট্রায়াল কোর্টে আত্মসমর্পনের আদেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। এই আদেশ মানা না হলে স্যামসং প্রধানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

Updated By: Apr 4, 2014, 12:58 PM IST

ভারতে এবার আইনী বিপাকে পড়ন স্যামসং। একটি প্রতারণা মামলায় গ্রেফতারির সম্মুখীন হতে চলেছেন স্যামসংয়ের চেয়ারম্যান লি কুন হি। ছয় সপ্তাহের মধ্যে তাঁকে গাজিয়াবাদের ট্রায়াল কোর্টে আত্মসমর্পনের আদেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। এই আদেশ মানা না হলে স্যামসং প্রধানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

স্যামসং চেয়ারম্যান এর আগে তাঁর বিরুদ্ধে চলা ফৌজদারী মামলা ও জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করার আবেদন জানিয়েছিলেন। কিন্তু লি কুন হি-এর আবেদন নস্যাৎ করে আজ এই রায় দিল শীর্ষ আদালত।

২০০২ সালে জেসিই কনসালটেন্সি নামের একটি কোম্পানী স্যামসংয়ের বিরুদ্ধে ১.৪ মিলিয়ন মার্কিন ডলার প্রতারণার অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতেই স্যামসং প্রধানের বিরুদ্ধে ফৌজদারী মামলা শুরু হয়।

.