অমরনাথে অব্যবস্থায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট

অমরনাথে তীর্থযাত্রীদের জন্য কেন যথাযথ ব্যবস্থা নেই, তা জানতে চেয়ে কেন্দ্রীয় সরকারকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। একই নোটিস পাঠিয়ে কৈফিয়ত তলব করা হয়েছে, জম্মু-কাশ্মীর সরকার এবং অমরনাথের শ্রাইন বোর্ডের কাছেও।

Updated By: Jul 16, 2012, 03:01 PM IST

অমরনাথে তীর্থযাত্রীদের জন্য কেন যথাযথ ব্যবস্থা নেই, তা জানতে চেয়ে কেন্দ্রীয় সরকারকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। একই নোটিস পাঠিয়ে কৈফিয়ত তলব করা হয়েছে, জম্মু-কাশ্মীর সরকার এবং অমরনাথের শ্রাইন বোর্ডের কাছেও।
এখনও পর্যন্ত জঙ্গি হানার ঘটনা না ঘটলেও নানা দুর্ঘটনা ও অব্যবস্থার কারণে চলতি বছরে অমরনাথ যাত্রা কার্যত মৃত্যুমিছিলে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে বিগত ১৭ দিনে ৬৭ জনের মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিচারপতি বিএস চৌহান এবং বিচারপতি এস কুমারকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ এই নোটিস পাঠিয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতেই এই নোটিস পাঠানো হয়েছে বলে জানিয়েছে দুই বিচারপতির বেঞ্চ।

.