করোনা মোকাবিলায় দেশজুড়ে অভিন্ন চিকিৎসা নিয়মাবলী প্রণয়নের পক্ষে সুপ্রিম কোর্ট

এই বিষয়ে আদালত প্রয়োজনীয় নির্দেশিকা জারি করবে।

Reported By: জ্যোতির্ময় কর্মকার | Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Jun 22, 2020, 01:05 PM IST
করোনা মোকাবিলায় দেশজুড়ে অভিন্ন চিকিৎসা নিয়মাবলী প্রণয়নের পক্ষে সুপ্রিম কোর্ট
ফাইল ফোটো

নিজস্ব প্রতিবেদন : দেশের করোনা পরিস্থিতি নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও পশ্চিমবঙ্গ- ৪ রাজ্যের করোনা পরিস্থিতি গুরুতর বলে উল্লেখ করে নোটিস পাঠিয়েছিল শীর্ষ আদালত। করোনায় মৃতদের দেহ সৎকারের সময় ঠিকমতো নিময় মানা হচ্ছে না বলেও উদ্বেগ প্রকাশ করেছিল আদালত। এদিন করোনার সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের হাসপাতাল থেকে ছুটি দেওয়ার বিষয়ে মতামত ব্যক্ত করল সুপ্রিম কোর্ট। করোনা মোকাবিলায় দেশজুড়ে অভিন্ন চিকিৎসা নিয়মাবলী প্রণয়নের পক্ষে সওয়াল করল শীর্ষ আদালত।

এদিন সুপ্রিম কোর্ট বলে, করোনায় আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হয়ে ওঠার পর কীভাবে হাসপাতাল থেকে তাঁদের ডিসচার্জ করা হবে, সেই বিষয়ে দেশজুড়ে একটি নির্দিষ্ট পদ্ধতি মেনে চলা উচিত। এই বিষয়ে আদালত প্রয়োজনীয় নির্দেশিকা জারি করবে। যাতে সরকার সেটা সারা দেশে বলবৎ করতে পারে। ৮ জুলাই এই বিষয়ে পরবর্তী শুনানি হবে। তার আগে বিভিন্ন রাজ্য ও সংস্থা, যারা মতামত জানাতে চায়, এদিন লিখিতভাবে তাদের মতামত জমা দিতে বলেছে আদালত।

প্রসঙ্গত, করোনা পরীক্ষায় খরচের ঊর্ধবসীমা কত হতে পারে, এদিন শীর্ষ আদালত কেন্দ্রকে তা বেঁধে দেওয়ারও পরামর্শ দেয়। ওই ঊর্ধবসীমার মধ্যেই রাজ্যগুলিকে তাদের করোনা পরীক্ষা খরচ নির্দিষ্ট করতে হবে বলে জানায় সুপ্রিম কোর্ট। একইসঙ্গে কোভিড হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে সিসিটিভি ক্যামেরা লাগানোরও এদিন নির্দেশ দিয়েছে আদালত।

করোনা পরীক্ষার খরচ নিয়ে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরই সলিসিটর জেনারেল মেহতা জানান, সারা দেশে কোভিড টেস্টের খরচ এক ও নির্দিষ্ট। এমনকি যেহেতু দিল্লির বেশ কয়েকটি হাসপাতালে করোনা পরীক্ষা ও চিকিৎসার খরচে মোটা অঙ্কের বিল নিয়ে অভিযোগ উঠেছিল, তাই এক্ষেত্রে নজরদারি চালানোর জন্য কেন্দ্র একটি ইন্সপেকশন কমিটিও গঠন করেছে।

অন্যান্য রাজ্যেও যাতে এরকম ইন্সপেকশন কমিটি গঠন করা হয়, সেইজন্য প্রয়োজনীয় নির্দেশিকা জারির জন্যও এদিন শীর্ষ আদালতের কাছে আবেদন করেন সলিসিটর জেনারেল। উল্লেখ্য, এখনও পর্যন্ত সারা দেশে করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লাখের উপর মানুষ।

আরও পড়ুন, 'লাদাখ দিয়ে সূচনা, চিনের টার্গেট হাতের ৫ আঙুল,' সতর্কবার্তা তিব্বত প্রধানের  

.