সুপ্রিম নির্দেশে নিলামে সাহারার অ্যাম্বিভ্যালি
সাহারার 'অ্যাম্বিভ্যালি' সরাসরি বিক্রির নির্দেশ দিল সুপ্রিমকোর্ট। বিক্রি প্রক্রিয়ার তত্বাবধানের কাজে বম্বে হাইকোর্টের অফিশিয়ালকে 'লিকুইডেটর' পদে নিয়োগও করেছেন দেশের শীর্ষ আদালত। পাশাপাশি, সাহারাশ্রী সুব্রত রায়কেও আগামী ২৮শে এপ্রিল সশরীরে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে।
ওয়েব ডেস্ক: সাহারার 'অ্যাম্বিভ্যালি' সরাসরি বিক্রির নির্দেশ দিল সুপ্রিমকোর্ট। বিক্রি প্রক্রিয়ার তত্বাবধানের কাজে বম্বে হাইকোর্টের অফিশিয়ালকে 'লিকুইডেটর' পদে নিয়োগও করেছেন দেশের শীর্ষ আদালত। পাশাপাশি, সাহারাশ্রী সুব্রত রায়কেও আগামী ২৮শে এপ্রিল সশরীরে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে।
প্রসঙ্গত, সুপ্রিমকোর্ট আগেই জানিয়েছিল, যদি ১৭ই এপ্রিলের মধ্যে সাহারা-সেবি রিফান্ড অ্যাকাউন্টে সাহারা গ্রুপ ৫০৯২.৬ কোটি টাকা জমা দিতে না পারে, তাহলে পুনাতে অবস্থিত ৩৯ হাজার কোটি টাকার অ্যাম্বিভ্যালি বিক্রির পদক্ষেপ নিতে 'বাধ্য' হবে আদালত। সুপ্রিমকোর্ট আরও বলেছিল যে, যদি অধিকাংশ টাকা জমা পড়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আদালত সময়সীমা বাড়িয়ে দেওয়ার কথা ভাবতে পারে আদালত। কিন্তু, টাকা জমা না পড়লে, পূর্বের নির্দেশই কার্যকর থাকবে। (আরও পড়ুন- ৪ বছরের মেয়ে এক লহমায় থামিয়ে দিল প্রধানমন্ত্রী মোদীর কনভয়! )