নিজস্ব প্রতিবেদন: পূর্বাভাস ছিলই, যে তাণ্ডব দেখাবে Cyclone Tauktae। মুম্বই শহর থেকেই তার রূপ দেখা যায়। সোমবার প্রায় রাত ৮টার সময় গুজরাটের (Gujarat) উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ে তাউকতাই (Tauktae Cyclone) ঘূর্ণিঝড় ৷ প্রায় রাত ১২ টা পর্যন্ত চলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব ৷ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে তাউকতাই । সেই সময়কার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘূর্ণিঝড় যে কতটা ভয়ঙ্কর ছিল তা স্পষ্ট ভিডিও ছবিতে।

মুম্বইয়ে অতি ভারী বৃষ্টি হয়। ঘণ্টায় ১১৪ কিমি বেগে বয়ে যায় ঝড়। ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে আরব সাগরের উপকূল এলাকা। ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক। দমকা হাওয়ায় উপড়ে পড়েছে একাধিক গাছ, ইলেকট্রিক পোস্ট। ভেঙে গিয়েছে বহু ঘর-বাড়ি, দোকানপাট।

English Title: 
Scary videos of waves crashing on the Gateway of India during Cyclone Tauktae go viral
News Source: 
Home Title: 

Cyclone Tauktae-র তাণ্ডবের হাড়হিম করা Viral Video

Cyclone Tauktae-র তাণ্ডবের হাড়হিম করা Viral Video
Yes
Is Blog?: 
No
Section: