শীঘ্রই ফের বিমানে চড়ার ছাড়পত্র পেতে পারেন শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়

শীঘ্রই ফের বিমানে চড়ার ছাড়পত্র পেয়ে যেতে পারেন, শিবসেনার বিতর্কিত সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়। বিজনেস ক্লাস সিট নিয়ে বচসায়, এয়ার ইন্ডিয়ার এক প্রবীণ বিমানকর্মীকে পচিশ বার জুতো পিটিয়ে শিরোনামে আসেন তিনি। ঘটনার জেরে শুধু এয়ার ইন্ডিয়া নয়, দেশের ছয় বিমান সংস্থা সিদ্ধান্ত নিয়েছে, গায়কোয়াড়কে আর বিমানে উঠতে দেওয়া হবে না। এনিয়ে সংসদেও জলঘোলা হয়। বিমানের বদলে বাধ্য হয়ে ট্রেনে সফর করতে হয় শিবসেনা সাংসদকে। যদিও অনুশোচনার লেশমাত্র দেখা যায়নি তাঁর মধ্যে।

Updated By: Mar 28, 2017, 09:55 AM IST
শীঘ্রই ফের বিমানে চড়ার ছাড়পত্র পেতে পারেন শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়

ওয়েব ডেস্ক: শীঘ্রই ফের বিমানে চড়ার ছাড়পত্র পেয়ে যেতে পারেন, শিবসেনার বিতর্কিত সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়। বিজনেস ক্লাস সিট নিয়ে বচসায়, এয়ার ইন্ডিয়ার এক প্রবীণ বিমানকর্মীকে পচিশ বার জুতো পিটিয়ে শিরোনামে আসেন তিনি। ঘটনার জেরে শুধু এয়ার ইন্ডিয়া নয়, দেশের ছয় বিমান সংস্থা সিদ্ধান্ত নিয়েছে, গায়কোয়াড়কে আর বিমানে উঠতে দেওয়া হবে না। এনিয়ে সংসদেও জলঘোলা হয়। বিমানের বদলে বাধ্য হয়ে ট্রেনে সফর করতে হয় শিবসেনা সাংসদকে। যদিও অনুশোচনার লেশমাত্র দেখা যায়নি তাঁর মধ্যে।

আরও পড়ুন দেশের বেশিরভাগ অঞ্চলেই এবার বৃষ্টিপাতের সম্ভাবনা স্বাভাবিকের থেকে কম

বিজেপি তাঁর এই ব্যবহারের কড়া ভাষায় নিন্দা করলেও, সম্ভবত গায়কোয়াড়ের ওপর থেকে বিমান-ব্যান তুলে নেওয়ার ব্যাপারে উদ্যোগী হতে চলেছে কেন্দ্র। কোনও যাত্রীর ওপর নিষেধাজ্ঞা জারি করার অধিকার যাতে বিমান সংস্থাগুলির হাতে না থাকে, তারই চেষ্টা চলছে। এজন্য সিভিল অ্যাভিয়েশন রিকোয়্যারমেন্ট বা CAR আইনে সংশোধনী আনার ব্যাপারেও ভাবনাচিন্তা চলছে।

আরও পড়ুন  রাজধানী এক্সপ্রেসে পচা, অত্যন্ত খারাপ মানের খাবার দেওয়ার অভিযোগ

 

.