নিজস্ব প্রতিবেদন- ৫০ লক্ষ করোনা টিকার রফতানি আটকাল কেন্দ্র। ব্রিটেনকে এই টিকা রফতানি করতে যাচ্ছিল আদর পুনাওয়ালার সেরাম ইনস্টিটিউট (Serum Institute)। দেশে টিকার ঘাটতির কথা ভেবেই রফতানি আটকানো হল, জানিয়েছে কেন্দ্র। কেন্দ্রের এই সিদ্ধান্তকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস (Congress)। তাদের প্রশ্ন, এর আগে সাড়ে ছ’কোটি টিকা বিদেশে রফতানি করার আগে কেন্দ্র এই সিদ্ধান্ত নেয়নি কেন? কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিংভি (Abhishek Manu Singhvi) প্রশ্ন তুলেছেন, ‘এর আগে ৬.৬ কোটি টিকা যখন ৯৩টি দেশকে রফতানি করা হয়েছিল, তখন কেন্দ্রের এই বোধোদয় হয়নি’? এই নিয়ে মঙ্গলবার একটা টুইট করেন অভিষেক মনু সিংভি। তিনি লেখেন, ‘এর আগে যে ৯৩টি দেশকে মোদী সরকার (Modi Government) টিকা পাঠিয়েছে, সেই সব জায়গার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ভারতের থেকে অনেক কম।’


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: COVID-19 ধাক্কায় দুলছে Aligarh University! মারণ ভাইরাস কাড়ল ৪৪ জনের প্রাণ

পূর্ব নির্ধারিত চুক্তি অনুযায়ী ৫০ লক্ষ টিকা ব্রিটেনকে দেওয়ার কথা ছিল সেরাম ইনস্টিটিউটের। ৫০ লক্ষ কোভিশিল্ড ব্রিটেনে পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে চিঠি দিয়ে অনুমতিও চেয়েছিল সেরাম। মঙ্গলবার সেই আবেদন খারিজ করেছে কেন্দ্র। এদিকে মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দেশের টিকা বিদেশে পাঠানোর ব্যাপারে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেন, দিল্লি-সহ অধিকাংশ রাজ্যই টিকার অভাবে ভুগছে। সেকথা সকলেই জানিয়েছে কেন্দ্রকে। কেজরিওয়ালের আশঙ্কা, দিল্লিতে দু-একদিনের মধ্যেই টিকার মজুত শেষ হয়ে যাবে।