ব্যাঙ্ক অব ইংল্যান্ডের গভর্নর রঘুরাম, টুইটারে ভুয়ো খবরের খপ্পরে তারুর
রঘুরাম রাজনকে নিয়ে একটি ভুয়ো খবর টুইট করলেন শশী তারুর।
নিজস্ব প্রতিবেদন: ব্যাঙ্ক অব ইংল্যান্ডের গভর্নর হয়েছেন ভারতের প্রাক্তন আরবিআই গভর্নর রঘুরাম রাজন। এই ভুয়ো খবরের খপ্পরে পড়লেন কংগ্রেস সাংসদ শশী তারুরও। রাজনৈতিক মহলে ইংরেজি ভাষার দক্ষতা ও উচ্চশিক্ষিত হিসেবে কদর রয়েছে শশী তারুরের। রাজনকে নিয়ে ভুয়ো খবর টুইট করলেন সেই শশীই।
রাজনের খবরের লিঙ্কটি টুইট করে শশী তারুর লেখেন, ''দারুণ ব্যাপার। ঔপনিবেশিক সংস্কৃতির চাকাটা উলটো ঘুরতে শুরু করেছে। ব্যাঙ্ক অব ইংল্যান্ডের গভর্নর হলেন রঘুরাম রাজন। ইতিমধ্যেই ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক এক ভারতীয় (নাসির হুসেন)। কোনও ভারতীয় প্রধানমন্ত্রী হলে ঔপনিবেশিক চাকাটা পুরো ঘুরে যাবে।''
Remarkable: India's RaghuramRajan has been appointed Governor of the Bank of England! https://t.co/xdIop5Ltuv With an Indian (NasserHusain) having captained the England cricket team already, all that's left to complete a reverse colonization is for an Indian to be Prime Minister.
— Shashi Tharoor (@ShashiTharoor) May 5, 2018
এরপরই টুইটারে সমালোচনার মুখে পড়েন শশী তারুর। নিজের ভুল বুঝতে পেরে কংগ্রেস সাংসদ লেখেন, ''মনে হচ্ছে, ভুয়ো খবরের শিকার হয়েছি। আমার বোঝা উচিত ছিল।''
Seems I was taken in by fake news too. Thanks @AltNews for setting the record straight. https://t.co/fuELbzPeiJ https://t.co/NwzUya075r
— Shashi Tharoor (@ShashiTharoor) May 5, 2018
You’re right. Given the amount of fake news there is out there about me, I really should have known better. Still, enjoyed a moment of post-colonial satisfaction there! https://t.co/orV82VOge8
— Shashi Tharoor (@ShashiTharoor) May 5, 2018
আরও পড়ুন- ইভিএম-এর জন্যই জিতছি, কর্ণাটকে ভোটপ্রচারে স্বীকার করলেন মোদী