শীলা দীক্ষিতের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ শিন্ডের

গণধর্ষণের ঘটনায় দিল্লি পুলিসের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডে। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা এক চিঠিতে দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত অভিযোগ করেন, নির্যাতিতার বয়ান রেকর্ডের সময় এসডিএম ঊষা চতুর্বেদির ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেন দিল্লি পুলিসের অফিসাররা। অভিযোগ, তরুণীর জবানবন্দি ভিডিও রেকর্ডিং করার বিষয়ে আপত্তি জানান দিল্লি পুলিসের অফিসারেরা । এমনকী তাঁদের তৈরি করা প্রশ্নপত্রের ভিত্তিতেই তরুণীকে প্রশ্ন করার নির্দেশ দেন ওই অফিসারেরা।

Updated By: Dec 26, 2012, 11:55 AM IST

গণধর্ষণের ঘটনায় দিল্লি পুলিসের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডে। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা এক চিঠিতে দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত অভিযোগ করেন, নির্যাতিতার বয়ান রেকর্ডের সময় এসডিএম ঊষা চতুর্বেদির ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেন দিল্লি পুলিসের অফিসাররা।  
অভিযোগ, তরুণীর জবানবন্দি ভিডিও রেকর্ডিং করার বিষয়ে আপত্তি জানান দিল্লি পুলিসের অফিসারেরা । এমনকী তাঁদের তৈরি করা প্রশ্নপত্রের ভিত্তিতেই তরুণীকে প্রশ্ন করার নির্দেশ দেন ওই অফিসারেরা।
পুলিস কমিশনার এই অভিযোগ উড়িয়ে দিলেও, গতকাল আরও একবার তরুণীর জবানবন্দি রেকর্ড করা হয়।
এদিকে সফদরজং হাসপাতালে ভর্তি তরুণীর শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। তাঁর তলপেটে সংক্রমণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন চিকিত্সকেরা। আশঙ্কা রয়েছে সেপসিসেরও। তরুণীকে এখনও ভেন্টিলেটরেই রাখা হয়েছে।  

.