৪টি বিল্ডিং ধসে বেঙ্গালুরুতে মৃত ৬
ওয়েব ডেস্ক : একসঙ্গে ৪টি বিল্ডিং ভেঙে মৃত্যু হল ৬ জনের। আহত বেশ কয়েকজন। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর ইজিপুরা এলাকায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আজ সকালে পাশাপাশি অবস্থিত ৪টি বিল্ডিংয়ের অংশ ভেঙে পড়ে। চাপা পড়ে যান বাসিন্দারা। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একই পরিবারের ৫জনের। মৃত্যু হয়েছে অন্য বিল্ডিংয়ের আরও এক সদস্যের। উদ্ধারকারী দলের সদস্যদের ধারনা, আরও কোনও বাসিন্দা ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকতে পারেন।
#WATCH: Girl child rescued from Ejipura building collapse site in Bengaluru. Her parents died in the incident,govt has decided to adopt her. pic.twitter.com/jZcI1VHAf5
— ANI (@ANI) October 16, 2017
পুলিস জানিয়েছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলেই এমন দুর্ঘটনা ঘটেছে। কর্নাটক সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবার পিছু ৫ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন- নানান আদর্শ ও ব্যাক্তিত্বের সংযুক্তির মঞ্চই হল কংগ্রেস: প্রণব মুখোপাধ্যায়