মুম্বইয়ে বাড়ি ভেঙে নিহতের সংখ্যা বেড়ে ৪২, ধ্বংসস্তূপে আটকে বহু, গ্রেফতার ১

মুম্বইয়ে বহুতলে ভেঙে মৃতু হল ৪২ জনের। মৃতের মধ্যে অধিকাংশই মহিলা। আহত হয়েছেন ৩৩ জন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, "আমরা ৪০ টিরও বেশি দেহ উদ্ধার করেছি। তবে উদ্ধারকার্য শেষ না হওয়া পর্যন্ত মৃতুর সংখ্যা কত হতে পারে তা বলা যাবে না।"

Updated By: Sep 28, 2013, 07:41 PM IST

মুম্বইয়ে বহুতলে ভেঙে মৃতু হল ৪২ জনের। মৃতের মধ্যে অধিকাংশই মহিলা। আহত হয়েছেন ৩৩ জন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, "আমরা ৪০ টিরও বেশি দেহ উদ্ধার করেছি। তবে উদ্ধারকার্য শেষ না হওয়া পর্যন্ত মৃতুর সংখ্যা কত হতে পারে তা বলা যাবে না।"
ইতিমধ্যেই অশোক মহেতা নামে এক ব্যক্তিকে ভারতীয় দণ্ডবিধির ৩০৪(২) ধারায় খুনের অভিযোগে গ্রেফতার করেছে মুম্বই পুলিস। পুলিস জানিয়েছে ওই ব্যক্তি বহুতলটিতে ভাড়া দিত। সেইসঙ্গে বেআইনি নির্মানের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
অভিশপ্ত বহুতলটিতে ২১টি পরিবারের বাস। শুক্রবার ভোর ৫টা ৪৫ নাগাদ হঠাত্‍ই ভেঙে পড়ে চারতলার বহুতলটি। তখন অনেকেই ঘুমের ঘোরে যখন দুর্ঘটনাটি ঘটে। এখনও উদ্ধারকাজ চলছে।

.