কেজরিওয়ালকে ধন্যবাদ জানালেন সোমনাথ ভারতীর স্ত্রী

বুধবার দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ধন্যবাদ জানালেন আপ বিধায়ক সোমনাথ ভারতীর স্ত্রী লিপিকা মিত্র। সোমনাথ ভারতীর বিরুদ্ধে গার্হ্যস্থ হিংসা ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন লিপিকা। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল সোমনাথ ভারতীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। আর তাতেই অবাক লিপিকা। তিনি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নেওয়ায় তিনি তাঁর প্রতি কৃতজ্ঞও। 

Updated By: Sep 23, 2015, 06:56 PM IST
 কেজরিওয়ালকে ধন্যবাদ জানালেন সোমনাথ ভারতীর স্ত্রী

ওয়েব ডেস্ক: বুধবার দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ধন্যবাদ জানালেন আপ বিধায়ক সোমনাথ ভারতীর স্ত্রী লিপিকা মিত্র। সোমনাথ ভারতীর বিরুদ্ধে গার্হ্যস্থ হিংসা ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন লিপিকা। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল সোমনাথ ভারতীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। আর তাতেই অবাক লিপিকা। তিনি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নেওয়ায় তিনি তাঁর প্রতি কৃতজ্ঞও। 

ইতিমধ্যেই দিল্লি হাইকোর্ট মালব্য নগরের বিধায়কের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। দিল্লি পুলিস গতকাল থেকে ভারতীর খোঁজে তল্লাসি চালাচ্ছেন। 

''দেরি করে হলেও মুখ্যমন্ত্রী এ বিষয়ে মুখ খোলায় আমি খুশি।'' মন্তব্য লিপিকা মিত্রর। 

তবে আপ-এর সমালোচহ্না করতেও পিছপা হননি তিনি। ভারতীর মত একজনকে কীভাবে বিধানসভায় নারীমুক্তি নিয়ে ভাষণ দেন সে বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন লিপিকা। 

লিপিকা বলেছেন ''আপ দলগত ভাবে লাগাতার ভারতীকে রক্ষা করার চেষ্টা করে গেছে। তাঁকে নারীমুক্তির মত বিষয় নিয়ে বক্তব্য রাখার অনুমতি দিয়েছেন। এই রকম একটা সময় কেজরিওয়ালের অবস্থানে আমি কিছুটা অবাক। উনি আগে একজন মুখ্যমন্ত্রী, তারপরে বন্ধু।'' 

লিপিকার ধারণা গ্রেফতারি এড়াতে ভারতী সম্ভবত সুপ্রিমকোর্টে অ্যাপিল করবেন। ''যে ভারতীকে পরামর্শ দিচ্ছেন, তিনি আসলে তাঁর শুভাকাঙ্খী নন।'' 

লিপিকার মতে সোমনাথ ভারতীর উচিৎ শীঘ্র আত্মসমর্পণ করা। 

চাপে পড়ে এ বিষয়ে শেষমেশ নিজের নৈশব্দ ভেঙেছেন কেজরিওয়াল। টুইট করে দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন ''সোমনাথের উচিৎ আত্মসমর্পণ করা। কেন উনি পালিয়ে বেড়াচ্ছেন? কেন জেলে যেতে এত ভয় পাচ্ছেন। এই মুহূর্তে তিনি দল ও নিজের পরিবারের পক্ষে লজ্জার কারণ হয়ে উঠছেন।'' 

 

.