নিজস্ব প্রতিবেদন: বিধায়ক পদ খারিজ হল না। বরং ১২ জন বিধায়কের তৃণমূলে যোগদানের সিদ্ধান্তকেই মান্যতা দিলেন বিধানসভার অধ্যক্ষ। মেঘালয়ে ফের ধাক্কা খেল কংগ্রেস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনার সূত্রপাত নভেম্বরের শেষের দিকে। মেঘালয়ে কংগ্রেসের (Congress) ১৮ বিধায়কের মধ্যে ১২ জনই যোগ দেন তৃণমূলে (TMC)। সেই দলে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমাও ((Mukul Sangma))।  তৃণমূলের বিরুদ্ধে স্রেফ দল ভাঙানোর অভিযোগই নয়, বিধানসভা অধ্যক্ষের কাছে দলত্যাগীদের বিধায়ক পদ খারিজে আবেদনও করা কংগ্রেসের তরফে। এদিন সেই আবেদনের শুনানি হয়। বিধানসভায় বসে দু'পক্ষের বক্তব্য শোনেন অধ্যক্ষ। তাঁর মতে, কংগ্রেসের যে ১২ জন বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁদের বিধায়ক পদ খারিজের কোনও প্রয়োজন নেই।


আরও পড়ুন: Blast in Ludhiana Court: লুধিয়ানা আদালতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ২ আহত ৪


নজরে ২০২৪-র লোকসভা ভোট। বাংলার বাইরে এবার শক্তি বাড়াচ্ছে তৃণমূল। কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলগুলি এক ছাতার তলায় আনতে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা ও গোয়ায় দলের সংগঠনকে মজবুত কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই মমতা নিজে দু'বার গোয়ায় গিয়েছেন। তৃণমূলে যোগ দিয়েছেন কংগ্রেস নেতা কীর্তি আজাদ, প্রাক্তন সাংসদ অশোক তানওয়ার, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফালেরিও এবং অসমের কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। এ রাজ্যের শাসকদলে যোগ দেওয়ার পর আবার রাজ্যসভার সাংসদ মনোনীত হয়েছেন লুইজিনো ফালেরিও ও সুস্মিতা দেব।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App