বেঙ্গালুরুতে ভয়াবহ পথ দুর্ঘটনা, দেখুন CCTV ফুটেজ

দুরন্ত গতিতে ছুটে আসা একটা গাড়ি। পর পর ২টি গাড়ি ও ১টি স্কুটারে ধাক্কা। এখানেই শেষ নয়। ধাক্কায় গাড়ি গুঁড়িয়ে তারপর দেওয়াল ভেঙে ঢুকে গেল একটি বাড়ির মধ্যে। CCTV-তে ধরা পড়ল এমনই মর্মান্তিক ও ভয়াবহ দুর্ঘটনার ছবি।

Updated By: Mar 28, 2016, 11:54 AM IST
বেঙ্গালুরুতে ভয়াবহ পথ দুর্ঘটনা, দেখুন CCTV ফুটেজ
সৌজন্যে ANI টুইটার

ওয়েব ডেস্ক : দুরন্ত গতিতে ছুটে আসা একটা গাড়ি। পর পর ২টি গাড়ি ও ১টি স্কুটারে ধাক্কা। এখানেই শেষ নয়। ধাক্কায় গাড়ি গুঁড়িয়ে তারপর দেওয়াল ভেঙে ঢুকে গেল একটি বাড়ির মধ্যে। CCTV-তে ধরা পড়ল এমনই মর্মান্তিক ও ভয়াবহ দুর্ঘটনার ছবি।

গতকাল কর্নাটকের বেঙ্গালুরুতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার CCTV ফুটেজ সোশাল মিডিয়ায় আপলোড হতেই তা ভাইরাল। দুর্ঘটনার ফলে প্রাণ হারিয়েছেন একজন। আহত ৩। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল, নাকি পুরোটাই ইচ্ছাকৃত, সে সম্বন্ধে এখনও কিছু জানা যায়নি।

দেখুন দুর্ঘটনার CCTV ফুটেজ-

.